Durand Cup Final 2025: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (durand cup 2025 final)। আর এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ রীতিমতো তুঙ্গে। সবথেকে বড় বিষয়, এই নিয়ে পরপর দুবার ডুরান্ড ফাইনালে পৌঁছে গেছে নর্থইস্ট। ২০২৪ সালে তারা চ্যাম্পিয়ন হয়। আর এবার ২০২৫! চ্যাম্পিয়ন কোন দল হয়, সেটা সময় উত্তর দেবে। তবে ধারে এবং ভারে দুই দলই যেন টেক্কা দিতে চাইছে (north east united fc vs dhfc durand cup)।
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, নর্থইস্ট জিতলে যেমন তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হতে পারবে। ঠিক উল্টোদিকে ডায়মন্ডহারবার যদি ট্রফি জিতে নেয়, তাহলে কার্যত ইতিহাস তৈরি হয়ে যাবে। কারণ, এই প্রথম তারা ডুরান্ড খেলতে নামল। আর প্রথমবার একটি প্রতিযোগিতায় খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়ে গেলে, তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটা বিষয় হয়ে যাবে তাদের জন্য।
অন্যদিকে, সেমিফাইনালে শিলং লাজং এফসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে নর্থইস্ট। সেই ম্যাচে গোল করেন রিডিম। আর ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয় ডায়মন্ডহারবার এফসি। সেই ম্যাচে ডায়মন্ডহারবারের হয়ে গোল করেন জবি জাস্টিন এবং কোর্টাজার। দুটি দলই বেশ ছন্দে রয়েছে। স্বাভাবিকভাবেই, ফাইনালে যে দুর্দান্ত লড়াই হবে, সেই কথা বলাই যায়।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে নর্থইস্ট ইউনাইটেড কোঁচ জুয়ান পেদ্রো বেনালি জানিয়েছেন, "ডায়মন্ডহারবার এফসি যথেষ্ট ভালো খেলেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। লাল হলুদের মতো দলকে তারা হারিয়ে ফাইনালে উঠেছে। তাই আমার মনে হয় না যে, ফাইনালে আমরা ফেভারিট। আসলে এটা ফাইনাল ম্যাচ। আর তাই ফাইনালের মতো মঞ্চে কোনও ফেভারিট হয়না। এটা আদতে একটা মনস্তাত্ত্বিক লড়াই। আমার মনে হয়, মানসিকভাবে যে দল শক্তিশালী থাকবে, তারাই জিতবে।”
অন্যদিকে, ডায়মন্ডহারবার কোঁচ কিবু ভিকুনার কথায়, “আমরা গতবারের ডুরান্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামব। নর্থইস্ট খুব ভালো দল। তবে আমরা প্রস্তুত আছি। নিঃসন্দেহে এই ধরণের ম্যাচে চাপ থাকে। তবে ডুরান্ড কাপ ফাইনালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ছেলেরা নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চায়।"
শনিবার, খেলা শুরু বিকেল ৫.৩০ মিনিটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।