Mohun Bagan Transfer Update: বিপক্ষকে রুখতে মোক্ষম চাল সবুজ মেরুনের! মোহনবাগানে সই এই রাইট ব্যাকের

Published : Aug 23, 2025, 10:40 AM ISTUpdated : Aug 23, 2025, 11:02 AM IST
mohun bagan transfer update

সংক্ষিপ্ত

Mohun Bagan Transfer Update: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে নামার আগে, সবুজ মেরুন ব্রিগেড যেন আরও শক্তিশালী হয়ে উঠছে।

Mohun Bagan Transfer Update: মোহনবাগানের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL-2)। আর সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে নামার আগে, সবুজ মেরুন ব্রিগেড যেন আরও শক্তিশালী হয়ে উঠছে (mohun bagan transfer update)। 

মুম্বই সিটি এফ সি থেকে এবার মোহনবাগানে সই করলেন মেহতাব সিং। শুধু তাই নয়, বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলা রবসন রোবিনহোর সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত বলেই শোনা যাচ্ছে। ফলে, তিনিও খুব দ্রুত মোহনবাগানে সই করতে পারেন বলে খবর। সূত্রের খবর, আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসতে পারেন রবসন।

জল্পনা চলছিল অনেকদিন ধরেই

মোহনবাগানে যে মেহতাব আসতে পারেন, সেইরকম একটা জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে মাঝখান থেকে টেকচাম অভিষেক সিংকে সই করিয়ে নেওয়ার ফলে, অনেকেই ভেবেছিলেন হয়ত মেহতাব আর আসবেন না। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। মেহতাব সই করলেন সবুজ মেরুনে এবং তিনি আসার ফলে, মোহনবাগানের রাইট ব্যাক নিয়ে সমস্যা অনেকটাই মিটতে পারে। 

উল্লেখ্য, আশিস রাইয়ের কাছ থেকে এখনও সেরা পারফরম্যান্স পাওয়া যায়নি। তাই মেহতাব দলের সঙ্গে যোগ দেওয়া, নিঃসন্দেহে তা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তাছাড়া তিনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন।

অন্যদিকে, রবসন রোবিনহো আসতে চলেছেন সবুজ মেরুন ব্রিগেডে। তিনি ষষ্ঠ বিদেশি হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন। যদিও মোহনবাগান তাদের গত মরশুমের পাঁচজন বিদেশিকে ধরে রেখেছে। কিন্তু ক্লাব ছেড়েছেন গ্রেগ স্টেওয়ার্ট। সূত্রের খবর, তাঁর জায়গাতেই রবসনকে সই করানো হচ্ছে। প্রসঙ্গত, বর্তমান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়‌ো যখন বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ ছিলেন, তখন তাঁর দলে ছিলেন রবসন। 

তবে এক্ষেত্রে ইস্টবেঙ্গলে নয়! বরং রবসন যোগ দিচ্ছেন মোহনবাগানে। এদিকে শনিবার, মোহনবাগানের তরফ থেকে সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, মেহতাব সিং-এর সঙ্গে চুক্তি সেরে নিয়েছে ক্লাব। আগামী মরশুমে মেহতাব খেলবেন মোহনবাগানের হয়েই। এই প্রসঙ্গে মেহতাব জানিয়েছেন, “মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে। আমার ছিল। এবার সেই স্বপ্ন সফল হল। কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা। মোহনআগান সমর্থকরা দেশের সেরা। তাছাড়া ডার্বি খেলার মজাও আলাদা। স্বপ্ন এবং লক্ষ্য ছাড়া কোনও ফুটবলার সফল হতে পারে না। চেষ্টা করব, দলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?