
East Bengal FC: গত মরসুমে কলকাতায় পা রেখেই কলকাতা ডার্বিতে (Kolkata Derby) হার দিয়ে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন। আইএসএল-এ (Indian Super League 2024-25) মোহনবাগান সুপার জায়ান্টরের বিরুদ্ধে প্রথম লেগে ০-২ হারের পর দ্বিতীয় লেগে ০-১ হেরে যায় ইস্টবেঙ্গল। ফলে এখনও কলকাতা ডার্বি জয়ের স্বাদ পাননি অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। রবিবার আবার সেই ডার্বি। এবার কি ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন লাল-হলুদের প্রধান কোচ? বাবা প্রয়াত হওয়ায় দেশে ফিরে গিয়েছেন দলের অন্যতম ভরসা মহম্মদ বাসিম রশিদ (Mohammed Bassim Ahmed Rashid)। তাঁর বিকল্প হিসেবে কাউকে দেখা যাচ্ছে না। মাঝমাঠের লড়াইয়ে দুর্বল হয়ে পড়েছে ইস্টবেঙ্গল। মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো (Miguel Ferreira Damasceno), সৌভিক চক্রবর্তীরা (Souvik Chakrabarti) কি বাড়তি দায়িত্ব নিয়ে দলকে লড়াইয়ে রাখতে পারবেন?
শনিবার সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, ‘মোহনবাগান সুপার জায়ান্ট গত মরসুমের ধারাবাহিকতা ধরে রেখেছে। তবে এবার আমাদের দলের মানসিকতা একেবারে আলাদা। গতবার আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু আমরা এবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক বেশি তৈরি। আমরা কতটা উন্নতি করেছি সেটা দেখানোর সুযোগ রয়েছে এই ম্যাচে। আমি মনে করিয়ে দিতে চাই, এবারের ইস্টবেঙ্গল গতবারের ইস্টবেঙ্গলের চেয়ে পুরোপুরি আলাদা। মোহনবাগান সুপার জায়ান্টেরও দুর্বলতা রয়েছে। দুনিয়ায় সব দলেরই দুর্বলতা রয়েছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। যাতে আমরা সেটা কাজে লাগাতে পারি।’ দলের নতুন বিদেশি ফুটবলারদের উপর ভরসা রাখছেন অস্কার। তাঁর আশা, রবিবার দল ভালো খেলবে।
অস্কারের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন লাল-হলুদের মিডফিল্ডার সৌভিক। তিনি বললেন, 'রশিদের জন্য খারাপ খবর এসেছে। আমরা রশিদের জন্য জিততে চাই। ডার্বি জিতে ওকেই জয়টা উৎসর্গ করতে চাই।' তবে সৌভিক মনে করিয়ে দিয়েছেন, বড় ম্যাচ সবসময় ৫০-৫০। অতীতের কথা মাথায় না রেখে রবিবার লড়াই করতে চান এই বাঙালি মিডফিল্ডার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।