Kolkata Derby: স্বাধীনতা দিবস (Independence Day 2025), জন্মাষ্টমীর (Krishna Janmashtami 2025) পর আরও এক উৎসবের অপেক্ষায় কলকাতা। রাত পোহালেই বাঙালির আবেগের বড় ম্যাচ। এই ম্যাচ ঘিরে গড়ের মাঠে পরিচিত ছবি দেখা যাচ্ছে।
KNOW
East Bengal Fans: বছর ঘুরে সেই একই ছবি। ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বির (Kolkata Derby) টিকিট নিয়ে একইরকম আবেগ, উন্মাদনা, হাহাকার দেখা যাচ্ছে। ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে যখন ঘোষণা করা হয়েছিল, রবিবার ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচে সাধারণ দর্শকদের জন্য মাত্র ১৫,৩১২ টিকিট বিক্রি করার ব্যবস্থা রয়েছে, তখনই আশঙ্কা হয়েছিল, টিকিট নিয়ে হাহাকার দেখা যাবে। ঠিক সেটাই হল। বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শনিবার সকাল ১১টায় অফলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এই টিকিটের জন্যও একইরকম উন্মাদনার ছবি দেখা গেল।
রাত জেগে টিকিটের লাইনে সমর্থকরা
অনলাইনে যাঁরা টিকিট পেয়েছেন, তাঁদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ সাধারণ সমর্থকই কলকাতা ডার্বির টিকিট পাননি। এই কারণে শুক্রবার রাত থেকেই ইস্টবেঙ্গল তাঁবুর বাইরে টিকিটের লাইন শুরু হয়। রাত জেগে লাইনে থাকেন সমর্থকরা। শনিবার সকালে গড়ের মাঠে বিখ্যাত বটতলা থেকে লম্বা লাইন দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে হাজির হয় ঘোড়সওয়ার পুলিশ। তবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। রাত জেগে যাঁরা টিকিটের লাইনে ছিলেন, তাঁরা সবাই টিকিট পেয়েছেন। সকালে গিয়েও অনেকে টিকিট পেয়েছেন।
রশিদ না থাকায় সমস্যায় ইস্টবেঙ্গল
শুক্রবার রাতে খবর আসে, প্যালেস্টাইনের (Palestine) মিডফিল্ডার মহম্মদ বাসিম রশিদের (Mohammed Bassim Ahmed Rashid) বাবা প্রয়াত হয়েছেন। এই খবর পাওয়ার পর শুক্রবার রাতেই দেশে রওনা হন রশিদ। তিনি রবিবারের ম্যাচে খেলছেন না। ফলে সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বিতে রশিদ না থাকায় মুষড়ে পড়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা এই ম্যাচ জেতার বিষয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। তবে তারপরেও রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি ভরিয়ে তুলবে লাল-হলুদ জনতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


