Mohammed Bassim Ahmed Rashid: রবিবার ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গলের (East Bengal FC) সবচেয়ে বড় ভরসা হতে পারতেন প্যালেস্টাইনের মিডফিল্ডার মহম্মদ বাসিম রশিদ। কিন্তু তিনি এই ম্যাচে নেই।

DID YOU
KNOW
?
রবিবার কলকাতা ডার্বি
চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি হতে চলেছে।

East Bengal FC: ডুরান্ড কাপের (Durand Cup 2025) চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে বিশাল ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। রবিবার সন্ধেবেলা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) খেলতে পারছেন না প্যালেস্টাইনের (Palestine) মিডফিল্ডার মহম্মদ বাসিম রশিদ (Mohammed Bassim Ahmed Rashid)। তিনি শুক্রবার বিকেলে দলের সবার সঙ্গে অনুশীলন করেন। তখনও সবাই নিশ্চিত ছিলেন, রবিবার প্রথম একাদশে থাকবেন এই মিডফিল্ডার। কিন্তু শুক্রবার রাতেই খবর আসে, রশিদের বাবা প্রয়াত হয়েছেন। এই খবর পাওয়ার পর শুক্রবার রাতেই দেশে ফিরছেন লাল-হলুদের প্যালেস্টাইন মিডফিল্ডার। ফলে তাঁর পক্ষে কলকাতা ডার্বিতে খেলা সম্ভব হবে না। পরিবারে এই বিপর্যয় নেমে আসায় কেউই রশিদকে কলকতায় থেকে যাওয়ার জন্য জোর করতে পারছেন না। সবাই এই মিডফিল্ডারকে সান্ত্বনা জানাচ্ছেন এবং তাঁর বাবার আত্মার শান্তি কামনা করছেন।

রশিদ না থাকায় বিপাকে ইস্টবেঙ্গল

চলতি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রশিদ। তিনি দলের রক্ষণকে সাহায্য করার পাশাপাশি আক্রমণেও সাহায্য করেছেন। গ্রুপ এ-র শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিমের (Indian Air Force Football Team) বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে খেলতে নেমে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেন রশিদ। এই পারফরম্যান্সের পর কলকাতা ডার্বিতে তাঁর উপর ভরসা করছিল লাল-হলুদ শিবির। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল।

বাড়তি দায়িত্ব নিতে হবে মিগুয়েলকে

রশিদের পাশাপাশি চলতি মরসুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম ভরসা ব্রাজিলের (Brazil) মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো (Miguel Ferreira Damasceno)। তিনিও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। রবিবার রশিদ না থাকায় মিগুয়েলকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সল ক্রেসপো (Saúl Crespo) ও সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) প্রথম একাদশে থাকলে তাঁদেরও বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। তবে রশিদের না থাকা লাল-হলুদ শিবিরের পক্ষে বড় ক্ষতি। এই ধাক্কা সামাল দেওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।