Indian Air Force: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) পরপর দুই ম্যাচে নজর কেড়ে নিল ইস্টবেঙ্গল সমর্থকদের টিফো। বাংলা ভাষার অবমাননার প্রতিবাদের পর এবার ভারতীয় বায়ুসেনাকে কুর্ণিশ জানালেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
KNOW
East Bengal Fans: রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে (Durand Cup 2025) ইস্টবেঙ্গল (East Bengal FC) ও ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিমের (Indian Air Force Football Team) ম্যাচ তখন শেষ। গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকরা এক টিফো তুলে ধরলেন। এই টিফোর মাধ্যমে তাঁরা 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বীরত্বকে কুর্ণিশ জানালেন। টিফোয় লেখা ছিল, 'পাকিস্তানের বায়ুসেনার (Pakistan Air Force) ১১টি ঘাঁটি, ৯টি জঙ্গিঘাঁটি বরাবরের মতো ভারতীয় বায়ুসেনার আতঙ্কে আছে।' এই টিফো দেখে বায়ুসেনা ফুটবল দলের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। তাঁরা ইস্টবেঙ্গল গ্যালারির দিকে এগিয়ে যান। করতালির মাধ্যমে ইস্টবেঙ্গল সমর্থকদের পাল্টা অভিবাদন জানান বায়ুসেনা দলের ফুটবলাররা। মাঠে থাকা সবাইকেই এই আবেগ ছুঁয়ে যায়।
বায়ুসেনা দলকে ৬ গোল ইস্টবেঙ্গলের
রবিবার চলতি ডুরান্ড কাপে গ্রুপ এ-তে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। এই ম্যাচে ৬-১ জয় পেল অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। গোল করলেন হামিদ আহাদাদ, বিপীন সিং, আনোয়ার আলি, মহম্মদ বাসিম রশিদ, সল ক্রেসপো ও ডেভিড লাললানসাঙ্গা। বায়ুসেনা দলের হয়ে একমাত্র গোল করেন আমন খান। এই ম্যাচে এক ডজন গোল করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু হামিদ, মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো, বিপীন, ডেভিড, বিষ্ণু পি ভি-রা পরপর গোলের সুযোগ নষ্ট করায় গোলের সংখ্যা বাড়াতে পারল না ইস্টবেঙ্গল। এত গোলের সুযোগ নষ্ট করা ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কারকে চিন্তায় রাখবে। তবে গোলের সুযোগ তৈরি হচ্ছে, এতে খুশি অস্কার।
ডুরান্ড কাপে অপরাজিত ইস্টবেঙ্গল
চলতি ডুরান্ড কাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। তিন ম্যাচে ১২ গোল করলেন হামিদরা। তাঁরা মাত্র এক গোল হজম করেছেন। গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। এবার কোয়ার্টার ফাইনালে হয়তো কলকাতা ডার্বি (Kolkata Derby) হবে। ময়দানে সেই জল্পনা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


