Durand Cup Kolkata Derby: ঐতিহাসিক কলকাতা ডার্বি। চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। আর সেই ম্যাচের আগেই জয় নিয়ে আশাবাদী দুই দলের কোচ। একদিকে জোসে মোলিনা এবং অন্যদিকে অস্কার ব্রুজো (Kolkata Derby 2025)। রবিবার সন্ধ্যায়, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। নক-আউটে কলকাতা ডার্বি।
জোসে মোলিনার কথায়, "আমি আমার দল নিয়ে কথা বলতে চাই। আর আমরা প্রত্যেকে আগামীকালের ম্যাচটা জিততে চাই। কাল আমার গোলটা কাল অ্যাচিভ করতে চাই। তবে সেটা কীভাবে? সেটা তো এখন বলব না। অন্য দলে কে খেলল, আর কে খেলল না, সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। শুধু নিজের দলে ফোকাস করতে চাই। আমরা তৈরি এবং কোন পরিস্থিতিতে ঠিক কী করতে হবে, সেটাও জানি। কারণ, সেইমতোই চলছে অনুশীলন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য তৈরি আছি। টম অ্যালড্রেড এবং সুহেইল তো অনুশীলনও করছে। সুহেইল সেরে উঠছে শেষ দুদিন ধরে। তবে মনবীর, কিয়ান এবং শুভাশিস এই ম্যাচে মাঠের বাইরে থাকছে। ওরা সেরে উঠছে ধীরে ধীরে। আমরা বুঝি, সমর্থকদের আশা এবং আকাঙ্ক্ষা। তাই ছেলেরা নিজেদের সেরাটাী উজাড় করে দিতে চায়। আমরা মাঠে নামব ইস্টবেঙ্গলকে হারাতে। আশা করি, একটা ভালো ফুটবল ম্যাচ হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। তবে সেটা শুধরে নিয়েই দল মাঠে নামবে। নিজেদের সেরা ফুটবলটাই উপহার দেবো আমরা।"
অস্কার ব্রুজো জানালেন, "আমাদের প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী একটা দল। তাই পরিকল্পনা সঠিক হওয়া জরুরি। আমি এটা জানি যে, ওদের আটকানো বেশ কঠিন কাজ। তবে আমরাও সেইভাবেই তৈরি হচ্ছি। তাছাড়া এবার ইস্টবেঙ্গল ভালো দল তৈরি করেছে। সেইসঙ্গে, ফুটবলারদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। কিন্তু এটাও ঠিক যে, পারফরম্যান্সই শেষ কথা বলে। ডার্বি ম্যাচ সবসময় ৫০-৫০ হয়। তাই আগে থেকে কিছু বলব না। তবে সমর্থকদের একটা কথা বলতে চাই। আমরা গতবারের তুলনায় অনেক ভালো ফুটবল উপহার দেবো। আমাদের দল আগের কয়েকটা ম্যাচে বেশ ভালো খেলেছে এবং গোল পেয়েছে। ছেলেরা খেলাটা উপভোগ করছে। আমাদের বিদেশিরা নতুন হলেও ওরা বুঝেছে যে, কলকাতার ডার্বি গুরুত্ব কতটা। কলকাতা ফুটবলের আবেগ সম্পর্কে ওরা অবগত। তাই আশা করছি, ডার্বিতে আমরা ভালো খেলব।”
সবমিলিয়ে, এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে। আর সমর্থকদের মধ্যে চলছে তুমুল উঁন্মাদনা। দুই ক্লাবের বাইরেই দেখা গেছে, টিকিটের জন্য লম্বা লাইন। অনেকে তো রাত থেকেই লাইন দিয়েছেন। অর্থাৎ, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে যেন শুধু মাঠের লড়াই নয়। এ হল বাঙালির ফুটবল আবেগ, ঐতিহ্য এবং ভালোবাসার প্রতীক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।