News Round-up: মেদিনীপুরে রেফারিকে লাথি, রাত পোহালেই কলকাতা ডার্বি, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 16, 2025, 08:28 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

News Round-up: ১. রিপোর্ট তলব রাষ্ট্রপতির

৯ অগাস্ট নবান্ন অভিযানের দিন কলকাতার পার্ক স্ট্রিটে পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁদের ই-মেলের জবাব দেন রাষ্ট্রপতি। এবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন। যদিও মুখ্যসচিব এই চিঠির জবাব দেবেন কি না স্পষ্ট নয়।

সবিস্তারে পড়ুন- হুমকির অভিযোগ আর জি করে নির্যাতিতার বাবা-মায়ের, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাষ্ট্রপতির

২. রেফারিকে লাথি

মেদিনীপুরে ফুটবল ম্যাচ চলাকালীন গোল বাতিল নিয়ে অসন্তোষের জেরে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খানের বিরুদ্ধে রেফারি লক্ষণ মান্ডিকে লাথি মারার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সবিস্তারে পড়ুন- ফুটবল মাঠে রেফারিকে লাথি শাসক নেতার ভাইপোর, ভিডিও শেয়ার করে কড়া ব্যবস্থার দাবি শুভেন্দুর

৩. কলকাতা ডার্বির টিকিট নিয়ে হাহাকার

রবিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে সাধারণ দর্শকদের জন্য মাত্র ১৫,৩১২টি টিকিট রাখা হয়। ফলে অনলাইনের মতো অফলাইনেও টিকিটের চাহিদা তুঙ্গে। শুক্রবার রাত থেকে টিকিটের লাইনে দেখা যায় দুই দলের সমর্থকদের। টিকিট নিয়ে কালোবাজারিও দেখা যাচ্ছে।

সবিস্তারে পড়ুন- রশিদের না থাকা নিয়ে আশঙ্কা, এরই মধ্যে রাত জেগে টিকিটের লাইনে লাল-হলুদ জনতা

৪. প্রথমবার কলকাতা ডার্বিতে জয় পাবেন অস্কার?

ইস্টবেঙ্গলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কলকাতা ডার্বিতে জয় পাননি অস্কার ব্রুজোঁ। রবিবার ফের কলকাতা ডার্বি। এই ম্যাচে মহম্মদ বাসিম রশিদ না থাকায় অস্কারের কাজ কঠিন হয়ে গিয়েছে। তাঁকে নতুন করে দল সাজাতে হচ্ছে। তৃতীয় কলকাতা ডার্বিতে জয়ের চেষ্টা করছেন অস্কার। তিনি দলকে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে।

সবিস্তারে পড়ুন- মোহনবাগানের দুর্বলতা খুঁজছেন অস্কার, রশিদের জন্য ডার্বি জিততে চান সৌভিক

৫. কেকেআর-এ সঞ্জু স্যামসন?

আইপিএল-এ দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন আগামী মরসুমের আগে দলবদল করবেন বলে জল্পনা শুরু হয়েছে। এই উইকেটকিপার-ব্যাটার এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। এবারের আইপিএল-এ ভালো ফল করতে পারেনি কেকেআর। ফলে আগামী মরসুমের আইপিএল-এর আগে কেকেআর দলে বেশ কিছু বদল হতে পারে।

সবিস্তারে পড়ুন- Sanju Samson: এবার কি সঞ্জু স্যামসন আসছেন কলকাতা নাইট রাইডার্সে? মেগা আপডেট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?