
গোয়ায় আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
শুক্রবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপবিন্যাস হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল-নাসরের সঙ্গে একই গ্রুপে জায়গা পেয়েছে এফসি গোয়া। ফলে এই দুই দলের ম্যাচ হতে চলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াধে খেলতে যাবে এফসি গোয়া। আবার গোয়ায় খেলতে আসবে আল-নাসর। সব ঠিকঠাক থাকলে দলের সঙ্গে গোয়ায় আসবেন রোনাল্ডো। তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়া নিয়ে এখন থেকেই গোয়ার ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে।
রোনাল্ডোর ভারতে আসার অপেক্ষা
শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপবিন্যাস হয়েছে। গ্রুপ ডি-তে আছে এফসি গোয়া ও আল-নাসর। ফলে গ্রুপ লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে আল-নাসরের মুখোমুখি হবে এফসি গোয়া। ভারতীয় ফুটবলপ্রেমীদের পক্ষে গর্বের বিষয় হল, সন্দেশ ঝিংগান, উদান্তা সিং কুমাম, ব্রাইসন ফার্নান্ডেজরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন।
আগামী মাসে গ্রুপের ম্যাচ শুরু
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর গ্রুপ লিগ পর্যায়ের ম্যাচ শুরু হবে। ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রুপের খেলা চলবে। তারপর যে দলগুলি গ্রুপ পর্বের বাধা টপকাতে পারবে, তারা ২০২৬ সালের ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে। ৩ থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে কোয়ার্টার ফাইনাল। এরপর ৭ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে সেমি-ফাইনাল। ১৬ মে ফাইনাল।
রোনাল্ডোর ভারতে আসা নিয়ে আগ্রহ
গত শতাব্দীর আটের দশকে যখন নেহরু কাপ শুরু হয়েছিল, তখন বিশ্ব ফুটবলের অনেক তারকাই ভারতে খেলতে এসেছেন। তবে ন'য়ের দশকের পর থেকে বিশ্ব ফুটবলের সেরা তারকারা ভারতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসেননি। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে দীর্ঘদিনের খরা কাটবে। ভারতের ফুটবলপ্রেমীরা রোনাল্ডোর বিরুদ্ধে সন্দেশ ঝিংগানদের লড়াই দেখার সুযোগ পাবেন। এই লড়াই নিঃসন্দেহে উপভোগ্য হয়ে উঠবে।
অ্যাওয়ে ম্যাচ খেলবেন না রোনাল্ডো?
আল-নাসরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তিতে বলা রয়েছে, এই পর্তুগিজ তারকা চাইলে এএফসি প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচে না-ও খেলতে পারেন। গত মরসুমে মাত্র একটি অ্যাওয়ে ম্যাচে খেলেছিলেন রোনাল্ডো। ফলে তিনি এবার ভারতে আসবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তবে চোট বা কার্ডের সমস্যা না থাকলে আল-নাসরের হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো। তাঁর পাশাপাশি আল-নাসর দলে আছেন হোয়াও ফেলিক্স, সাদিও মানে, ইনিগো মার্টিনেজের মতো তারকা। তাঁরাও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন।
মোহনবাগান সুপার জায়ান্টের কঠিন লড়াই
এফসি গোয়ার পাশাপাশি ভারত থেকে দ্বিতীয় দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ সি-তে ইরানের ফুলাদ মোবারাকে সেফান এসসি, জর্ডনের আল-হুসেন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি-র সঙ্গে আছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লিস্টন কোলাসোদের লড়াই অত্যন্ত কঠিন। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে গ্রুপের বাধা টপকানো কঠিন।