Durand Cup 2025: শুরু হচ্ছে ডুরান্ড কাপ, ঘোষণা হয়ে গেল সূচি! কবে নামছে কলকাতার দুই প্রধান?

Published : Jul 08, 2025, 12:01 AM ISTUpdated : Jul 08, 2025, 01:09 AM IST
Durand Cup

সংক্ষিপ্ত

Durand Cup 2025: শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এবার সামনে চলে এল প্রতিযোগিতার সূচি। 

Durand Cup 2025: আনুষ্ঠানিকভবে সোমবার, ডুরান্ড কাপের সূচি ঘোষণা করা হল টুর্নামেন্ট অথরিটির তরফ থেকে। ফলে, সরকারিভাবে ঢাকে কাঠি পড়ে গেল ১৩৪ তম ডুরান্ড কাপের (durand cup fixtures 2025)।

আসন্ন ডুরান্ড কাপে বাংলা থেকে খেলবে চারটি দল 

মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি খেলতে নামবে ডুরান্ডে। আগামী ২৩ জুলাই, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। আর প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এফসি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। এই দু’টি গ্রুপের সমস্ত ম্যাচ আয়োজিত হবে যুবভারতী এবং কিশোরভারতী স্টেডিয়ামে।

 

 

আই লিগ থেকে ডুরান্ডে কোন কোন দল?

আই লিগ থেকে খেলবে ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এফসি এবং নামধারী এফসি। মোহনবাগান তাদের ডুরান্ড অভিযান শুরু করবে আগামী ৩১ জুলাই। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ৪ আগস্ট সবুজ মেরুনের ম্যাচ রয়েছে বিএসএফ ফুটবল টিমের সঙ্গে এবং ৯ অগাস্ট ডায়মন্ড হারবার এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান।

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন দল নর্থইস্ট ইউনাইটেড ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে ডুরান্ড কাপে নামতে চলেছে আগামী ২ অগাস্ট। যদিও তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারণ করা হয়নি। গত বছর মোট ১২টি আইএসএল দল ডুরান্ডে অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার ডুরান্ড খেলবে ৬টি আইএসএল দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মহামেডান স্পোর্টিং।

এদিকে ২৩ জুলাইয়ের পর, লাল হলুদের ম্যাচ রয়েছে আগামী ৬ অগাস্ট। প্রতিপক্ষ নামধারী এফসি। এরপর ১০ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হল ইন্ডিয়ান এয়ারফোর্স। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ খেলা হবে ১৬ এবং ১৭ অগাস্ট । দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে আগামী ১৯ এবং ২০ অগাস্ট। ফাইনাল ম্যাচটি হবে আগামী ২৩ অগাস্ট। তবে এটা ঠিক যে, নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের