Mohun Bagan CFL 2025: ফের জয় বাগানের! কিন্তু তারকের চোট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কলকাতা লিগের অব্যবস্থাকে

Published : Jul 07, 2025, 05:59 PM ISTUpdated : Jul 07, 2025, 06:40 PM IST
Mohun Bagan CFL 2025

সংক্ষিপ্ত

Mohun Bagan CFL 2025: কলকাতা লিগে ফের জয় পেল মোহনবাগান। কিন্তু তারক হেমব্রমের চোট আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, লিগে আসলেই চূড়ান্ত অব্যবস্থা চলছে। 

Mohun Bagan CFL 2025: কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় জয় পেল মোহনবাগান। চলতি সিএফএল-এ ফের জয় পেল মোহনবাগান। কিন্তু তারক হেমব্রমের চোট আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, লিগে আসলেই চূড়ান্ত অব্যবস্থা চলছে (calcutta football league 2025)।

গত ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারানোর পর এবার রেলওয়ে এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে এদিন গোল করেন সন্দীপ মালিক এবং শিবম মুন্ডা। তবে এই ম্যাচে তারক হেমব্রমের চোটের পর যে ছবি ধরা পড়ল, তাতে কলকাতা ফুটবল লিগের পরিচালনা ব্যবস্থা নিয়েই রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে। এইভাবে ফুটবল এগোবে (mohun bagan vs railway fc live score)?

ব্যারাকপুর স্টেডিয়ামে সোমবার, ম্যাচের ৫ মিনিটের মধ্যেই সবুজ মেরুনকে এগিয়ে দেন সন্দীপ মালিক। মোহনবাগান অধিনায়কের দুরন্ত ভলিতেই বল জালে জড়িয়ে যায়। খেলার একেবারে শেষদিকে গোল করে ব্যবধান আরও বাড়ান শিবম মুন্ডা। তবে এই ম্যাচ আরও একটি দিক দিয়ে চর্চায় চলে এসেছে। 

ঘটনাটা ঠিক কী?

খেলার ৩৫ মিনিটে, রেলওয়ে এফসি-র গুরুত্বপূর্ণ ফুটবলার তারক হেমব্রম চোট পান। মোহনবাগানের মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষের জেরে বাঁ-পাতে গুরুতর চোট পান তারক। এরপর রীতিমতো যন্ত্রণায় কাতরাতে থাকেন এই তরুণ ফুটবলার। সঙ্গে সঙ্গে দেরি না করেই তাঁর চিকিৎসা শুরু করে দেন মোহনবাগানের চিকিৎসক। কিন্তু তারপর হটাৎ দেখা যায়, যখন তাঁর পায়ে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেখানে দুটি ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে। মানে পায়ের চটে ছাতা দিয়ে সাপোর্ট! কলকাতা লিগের ভয়ঙ্কর ছবি। 

পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাংলার এক তরুণ ফুটবলারের গুরুতর চোটের সময় ব্যান্ডেজ বেঁধে ছাতা দিয়ে সাপোর্ট দিতে হচ্ছে? স্বাভাবিকভাবেই কলকাতা লিগের এই চরম অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হচ্ছেন বাংলার ফুটবলপ্রেমী জনতা। মাত্র ২৩ বছর বয়সী তারক এর আগে খেলেছেন ইউনাইটেড এসসি এবং নেরোকা এফসি-র হয়েও। খেলেছেন। 

শুধু তাই নয়, কয়েকদিন আগেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উত্তর ২৪ পরগনা জেলা দলের হয়েও মাঠে নামেন তারক হেমব্রম। জানা গেছে, আপাতত তারককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চোট বেশ গুরুতর তাঁর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?