পরাস্ত শিলং লাজং, টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি

Published : Aug 19, 2025, 10:21 PM ISTUpdated : Aug 20, 2025, 12:07 AM IST
NorthEast United FC

সংক্ষিপ্ত

Durand Cup 2025: গতবার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। এবারও ফাইনালে পৌঁছে গেল উত্তর-পূর্ব ভারতের এই দল।

DID YOU KNOW ?
নর্থইস্ট ইউনাইটেড এফসি
এখনও পর্যন্ত আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে এই দল গতবার ডুরান্ড কাপ জিতেছে।

NorthEast United FC: শনিবার ডুরান্ড কাপ (134th Durand Cup) ফাইনালে বাংলার কোনও এক দলের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে শিলং লাজং এফসি-কে (Shillong Lajong FC) ১-০ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন রিডিম তলাং (Redeem Tlang)। শিলংয়ের পোলো গ্রাউন্ডে এই ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ-উন্মাদনা দেখা যায়। স্থানীয় দল শিলং লাজংয়ের পক্ষেই দর্শকদের সমর্থন বেশি ছিল। তবে আইএসএল-এ (Indian Super League) উত্তর-পূর্ব ভারতের একমাত্র প্রতিনিধি নর্থইস্ট ইউনাইটেড এফসি-র পক্ষেও দর্শকদের সমর্থন ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল খেলবে নর্থইস্ট ইউনাইটেড এফসি। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) মুখোমুখি হচ্ছে প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নামা ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা শনিবার ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হবে।

চোট পেয়ে মাঠ ছাড়লেন রেফারি

ফুটবল ম্যাচে অনেক সময়ই ফুটবলাররা চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে মঙ্গলবার দেখা গেল, চোট পেয়ে মাঠ ছাড়লেন রেফারি। মঙ্গলবার ডুরান্ড কাপের প্রথম সেমি-ফাইনালে রেফারি ছিলেন এস সেন্থিল নাথান। তিনি প্রথমার্ধেই চোট পান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছুটতে গিয়ে তাঁর পায়ের পেশিতে টান ধরে। এর ফলে নাথানের পক্ষে আর ম্যাচ পরিচালনা করা সম্ভব হয়নি। তাঁর পরিবর্তে ম্যাচ পরিচালনা করেন ললিত সিং রাওয়াত। রেফারি চোট পাওয়ায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর খেলা শুরু হতেই পুরনো দলের বিরুদ্ধে গোল করেন রিডিম। ৩০ গজ দূর থেকে তাঁর বাঁ পায়ের অসাধারণ শট জালে জড়িয়ে যায়। শিলং লাজংয়ের গোলকিপার সিওয়েল রিম্বাই বলের কাছাকাছি পৌঁছতে পারেননি।

ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নর্থইস্ট ইউনাইটেড

গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে দলের ইতিহাসে প্রথম ট্রফি জেতে নর্থইস্ট ইউনাইটেড এফসি। এবারও বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে উত্তর-পূর্ব ভারতের এই দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪ সালে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় নর্থইস্ট।
২০২৪ সালে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে প্রথম ট্রফি জেতে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?