East Bengal FC: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। ফাইনালে ওঠার পথে লাল-হলুদ ব্রিগেডের সামনে বাধা বাংলার অপর এক দল।
KNOW
Durand Cup 2025 Semi Final: প্রথমে ফাইনালে পৌঁছনো নিশ্চিত করার চেষ্টা করবেন, না কি সেমি-ফাইনালের আগেই ফাইনালের জন্য পরিকল্পনা করে রাখবেন? সমস্যায় ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। বুধবার ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের ৬ জন ফুটবলার হলুদ কার্ড দেখে ফেলেছেন। তাঁরা হলেন মিডফিল্ডার সল ক্রেসপো (Saúl Crespo), মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা (Miguel Figueira), স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos), রাইট ব্যাক মহম্মদ রাকিপ (Mohammad Rakip), মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) ও ডিফেন্ডার লালচুংনুঙ্গা (Lalchungnunga)। সেমি-ফাইনালে কার্ড দেখলে এই ফুটবলারদের পক্ষে ফাইনালে খেলা সম্ভব হবে না। ফলে বুধবার প্রথম একাদশে কাদের রাখবেন অস্কার, তা নিয়ে আলোচনা চলছে।
ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে কাদের খেলাবেন অস্কার?
কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে (Jamshedpur) গিয়ে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) হারিয়ে এসেছে ডায়মন্ড হারবার এফসি। ফলে কিবু ভিকুনার দলকে হাল্কাভাবে নিলে বিপদে পড়তে পারে ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনালে যদি নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) বিরুদ্ধে খেলতে হয়, তাহলে পূর্ণশক্তির দল না থাকলে সমস্যায় পড়তে পারেন অস্কার। ফলে তাঁকে দুই ম্যাচ নিয়েই ভাবতে হচ্ছে। মিডফিল্ডার ও স্ট্রাইকার নিয়ে যত না ভাবতে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি চিন্তা দুই সাইডব্যাককে নিয়ে। কারণ, রাকিপ ও লালচুংনুঙ্গার যোগ্য বিকল্প এখনও পাননি অস্কার। ফলে তাঁকে অনেককিছু ভাবতে হচ্ছে।
ময়দানের প্রবাদ ভুল প্রমাণ করতে পারবে ইস্টবেঙ্গল?
ময়দানের প্রবাদ হল, মোহনবাগানকে (Mohun Bagan) হারানোর পরের ম্যাচ জিততে পারে না ইস্টবেঙ্গল। ব্যতিক্রম ছাড়া বারবার এই ঘটনা দেখা গিয়েছে। ফলে বুধবার ইতিহাসের বিরুদ্ধেও লড়াই করতে হবে আনোয়ার আলিদের (Anwar Ali)। ডায়মন্ড হবারবার এফসি-র পক্ষেও দর্শকদের সমর্থন থাকবে। ফলে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে একতরফা লড়াই হওয়ার সম্ভাবনা কম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


