
Durand Cup 2025: বেজায় বিপাকে ভারতীয় ফুটবল। এবার দেশের ৬টি ক্লাব আইএসএল খেলতে একেবারেই আগ্রহী নয়। জানা গেছে, আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতেই দেশের ৬টি আইএসএল খেলা ক্লাব তাদের প্রি-সিজন প্রস্তুতি বাতিল করে দিয়েছে।
আর ঠিক সেই কারণেই, এখনও পর্যন্ত ডুরান্ড কাপের সূচি প্রকাশ করতে পারেনি ডুরান্ড কমিটি। চেন্নাইয়ান এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং হায়দ্রাবাদ এফসির মতো ক্লাব তাদের প্রি-সিজন বাতিল তো করেইছে। এখন জানা যাচ্ছে, তারা ডুরান্ড কাপ (Durand Cup) খেলতেও আগ্রহী নয়।
ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আগামী মরশুমের জন্য চূড়ান্ত হয়ে যাওয়া লেফট-ব্যাক জয় গুপ্তাকেও এখনই তাই সই করাতে চাইছে না ইস্টবেঙ্গল। এমনকি, ভারতীয় ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডারও প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আইএসএল কবে থেকে শুরু হবে, তাও জানা যায়নি। বিষয়টা হচ্ছে, ভারতীয় ফুটবলের সূচি চূড়ান্ত না হওয়ার জন্যই বা কখন কী হবে, তা এখনই বোঝা যাচ্ছে না বলেই জয় গুপ্তাকে সই করাতে চাইছেন না লাল হলুদ কর্তারা। তবে ইতিমধ্যেই কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল।
চলতি বছরের ডিসেম্বর মাসেই শেষ হয়ে যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএল-এর চুক্তি। কিন্তু ডিসেম্বরের পরে কী হবে? চুক্তি কি বাড়বে? নাকি শেষ হয়ে যাবে? তবে সবকিছু ঠিক করার জন্য ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন এফএসডিএল কর্তারা। তারমধ্যে আবার একটি মুম্বইতে অনুষ্ঠিত হয় এবং একটি হয়েছিল দিল্লীতে। তবে সেখানেও জটিলতা মেটেনি। শেষপর্যন্ত, পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে সবাই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।