Real Madrid Club World Cup: আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে রিয়াল। বলা চলে, ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি এই স্প্যানিশ ক্লাবের। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বমহিমায় ফিরে এল রিয়াল মাদ্রিদ।
কার্যত, দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। গ্রুপ এইচ-এর ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে পরাজিত কর প্রথম জয় তুলে নিয়েছে রিয়াল। তবে ম্যাচের শুরু থেকে কিছুটা চাপে পড়ে গেছিল রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচ শুরুর ৭ মিনিটেই দশজন হয়ে যায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও। তাই প্রায় পুরো সময়টাই ১০ জনে খেলতে হয় রিয়াল মাদ্রিদকে।
খেলার ৩৫ মিনিটে, প্রথম গোলের দেখা পায় তারা। জুড বেলিংহ্যামের গোলে ম্যাচে লিড নেয় রিয়াল। এরপর ৪৩ মিনিটে, আবার গোল। গার্সিয়ার পাস থেকে বল জালে জড়িয়ে দেন আর্দা গুলার। ম্যাচ তখন প্রায় নিজেদের অনুকূলে নিয়ে ফেলেছে তারা। কারণ, প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় যায় রিয়াল মাদ্রিদ।
তারপর দ্বিতীয়ার্ধে নিজেদের দখলে রেখেই লড়াই চালাতে থাকে তারা। জাবি আলোনসোর ছেলেরা কিন্তু বেশ ভালো ফুটবল উপহার দেয় এদিন। ম্যাচের ৭০ মিনিটে, রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেন ভালভার্দে। এরপর খেলার ৮০ মিনিটে, ইলিয়াস মন্টিয়েলের গোলে ব্যবধান কমালেও জিততে পারেনি পাচুকা। শেষপর্যন্ত, খেলা শেষ হয় ৩-১ ব্যবধান নিয়ে।
আর এই জয়ের ফলে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এদিকে সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট সালজবার্গের দখলেও। তবে গোল ব্যবধানেের নিরিখে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে অস্ট্রিয়ার এই ক্লাবটি।
গ্রুপের একদম শেষে রয়েছে পাচুকা। ওদিকে আবার ক্লাব বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে মরক্কোর ক্লাব ওয়াইদাদকে হারিয়ে দিয়েছে জুভেন্টাস। এছাড়া বড় জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও। আরবের ক্লাব আল-আইন এফসি’কে ৬ গোল দিয়েছে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।