স্বামী বিবেকানন্দ কাপ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, নতুন উদ্যোগ ক্রীড়া দফতরের

Published : Aug 21, 2025, 11:40 PM IST
Swami Vivekananda

সংক্ষিপ্ত

Swami Vivekananda: ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর ফুটবলপ্রেম নিয়ে বাংলায় এখনও আলোচনা চলে। এবার স্বামীজির নামে এক নতুন ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে ক্রীড়া দফতর।

DID YOU KNOW ?
শিকাগোয় স্বামীর বক্তৃতা
১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকোগা ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা দেন স্বামী বিবেকানন্দ।

Football Tournament: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) শিকাগো (Chicago) শহরে ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, সেই ঘটনার ১৩৩ বছর পূর্তি উপলক্ষে এবার স্বামীজির প্রিয় খেলা ফুটবলের এক নতুন প্রতিযোগিতা আয়োজন করছে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবমহাকরণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্বামীজির নামাঙ্কিত নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রীর পাশে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ক্রীড়া দফতর ও আইএফএ যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ১১ সেপ্টেম্বর বেলুড়ে স্বামীজির স্মৃতিবিজড়িত মাঠে এই প্রতিযোগিতা শুরু হবে।

২৩ জেলার দল খেলবে

এই টুর্নামেন্টের বিষয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ২৩ জেলার বিভিন্ন দল এই টুর্নামেন্টে খেলবে। প্রতি জেলা থেকে আটটি করে দল থাকবে। প্রথমে জেলার দলগুলি নিজেদের মধ্যে খেলবে। তারপর প্রতি জেলা থেকে সেরা দুই দলকে নিয়ে রাজ্যস্তরে প্রতিযোগিতা হবে। আগামী বছরের মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতায় মোট ৩৯০টি ম্যাচ হবে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, কলকাতার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলা থেকে ফুটবলার উঠে আসবে বলে আশা করছেন ক্রীড়ামন্ত্রী।

বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রী

বৃহস্পতিবার বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমি বরাবর বলে এসেছি, বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে। আমাদের যে টাকা প্রাপ্য, তা দেওয়া হচ্ছে না। আমি বারবার বলে আসছি, বাংলার খেলোয়াড়দের বঞ্চনা করা হচ্ছে। ওরা যোগ্য হলেও দলে সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বরাবর এ কথা বলে আসছি। বাংলা বললে গ্রেফতার করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কারণেই বাঙালি ছেলেদের জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ সেপ্টেম্বর শুরু হতে চলেছে নতুন ফুটবল প্রতিযোগিতা
রাজ্য ক্রীড়া দফতর ও আইএফএ-র যৌথ উদ্যোগে নতুন ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?