এএফসি প্রতিযোগিতার কথা ভেবেও সূচি বদল করল না এফএসডিএল, ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা

কয়েকদিন পরেই এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও এফএসডিএল-এর কাছ থেকে সাহায্য পাচ্ছে না বলে দাবি লাল-হলুদ শিবিরের।

২ থেকে ১২ মার্চ। এই কয়েকদিনের মধ্যে হোম ও অ্যাওয়ে মিলিয়ে চারটি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ২ মার্চ ঘরের মাঠে আইএসএল-এ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ। তারপর ৫ মার্চ ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ। এরপর ৮ মার্চ শিলংয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর ম্যাচ। তারপর ১২ মার্চ তুর্কমেনিস্তানে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। বিভিন্ন শহরে ভিন্ন আবহাওয়ায় খেলতে হবে রাফায়েল মেসি বৌলি, নাওরেম মহেশ সিংদের। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আইএসএল সূচি বদলের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি এফএসডিএল। ফলে পরপর ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এফএসডিএল-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ লাল-হলুদ শিবির। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। অনেকে কটাক্ষ করে বলছেন, এই কারণেই ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে না।

চোট-আঘাতের মধ্যেই সূচি নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল

Latest Videos

চলতি মরসুমে দলের বেশিরভাগ ফুটবলারের চোট-আঘাত নিয়ে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তিনি কোনও ম্যাচেই দলের সব ফুটবলারকে পাচ্ছেন না। এরই মধ্যে আইএসএল ও এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হচ্ছে। কলকাতায় এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখানে শিলংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তুর্কমেনিস্তানে এখনও প্রচণ্ড ঠান্ডা। ৮ তারিখ শিলংয়ে ম্যাচের পর ৯ তারিখ তুর্কমেনিস্তানের উড়ান ধরে সেখানে পৌঁছে ১২ তারিখ ম্যাচ। ফলে তুর্কমেনিস্তানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবে না ইস্টবেঙ্গল দল। এই কারণেই আইএসএল-এর ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এফএসডিএল জাতীয় স্বার্থ নিয়ে ভাবতে নারাজ। এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করলেও, দেশের ফুটবল যারা চালাচ্ছে, তাদের কাছ থেকে কোনওরকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

কোন প্রতিযোগিতাকে গুরুত্ব দেবে ইস্টবেঙ্গল?

আইএসএল-এর বাকি দুই ম্যাচ না এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনাল, কোন প্রতিযোগিতাকে গুরুত্ব দেওয়া উচিত, তা নিয়ে এখন ইস্টবেঙ্গল শিবিরে আলোচনা চলছে। অনেক সমর্থকই বলছেন, আইএসএল-এর বদলে এএফসি প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাল-হলুদ জার্সিতে প্রথম গোল মেসির, হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সের আশায় ইস্টবেঙ্গল

পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সহজ জয়, সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

যুবভারতী মাতালেন মেসি, মহামেডান স্পোর্টিংকে উড়িয়ে নতুন আশায় ইস্টবেঙ্গল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র