ISL: লিগ শিল্ড ভুলে শনির সন্ধ্যায় মোহনবাগানের লক্ষ্য মুম্বই বধ, দলে নেই সাহাল এবং কামিংস

লক্ষ্য এখন সামনের ম্যাচগুলি। 

লিগ শিল্ড (ISL League Shield) জয়ের পর্ব এখন অতীত। তবে প্লে-অফ পর্বে খেলতে নামার আগে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের (Mohun Bagan) সামনে। তাই লিগ শিল্ড জয়কে আর মাথায় না রেখে আপাতত অতীতের ডায়েরিতে পাঠিয়ে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

তারা চাইছে, বাকি ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়েই প্লে-অফ খেলতে নামতে। শনিবার, মুম্বই এরিনাতে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। কার্ড সমস্যার জেরে এই ম্যাচে জেসন কামিংস না থাকলেও জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ জোসে মোলিনা। চোটের জন্য অবশ্য এই ম্যাচে থাকবেন না দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার সাহাল আবদুল সামাদ।

Latest Videos

যদিও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলে মোহনবাগানের রেকর্ড খুব একটা ভালো নয়। কিন্তু সেই মিথ এবার ভাঙতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্লে-অফে এখনও নিশ্চিত হয়নি মুম্বই সিটি এফসি। তাই তাদের কাছে এই ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ।

এদিকে এই মরশুমে আইএসএল-এর প্রথম ম্যাচে মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ ড্র হয়েছিল। সবথেকে বড় বিষয়, গত ৫টি ম্যাচে টানা জয়ের মুখ দেখা সবুজ মেরুন ব্রিগেড অবশ্যই চাইবে এই ম্যাচ জিতে জয়ের ডবল হ্যাটট্রিকটি সেরে ফেলতে।

যদিও মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। তাঁর কথায়, “মুম্বই যথেষ্ট ভালো দল। ওদের দলে বেশ কয়েকজন দক্ষ ফুটবলার রয়েছে। যারা সুযোগের সদ্ব্যবহার করে গোল তুলে নিতে পারে যেকোনও সময়ে। তাই মুম্বই যে কঠিন প্রতিপক্ষ, এই বিষয়ে কোনওরকম সন্দেহ নেই। তবে আমারও ছেলেদের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে।”

অপরদিকে মুম্বই সিটি এফসি কোচ পিটার ত্রুটিকি জানিয়েছেন, “আমাদের থেকে মোহনবাগান ফাইনাল থার্ডে অনেক বেশি সক্রিয়। তবে এই মরশুমে এখনও পর্যন্ত যথেষ্ট গোলের সুযোগ তৈরি করলেও, তা থেকে গোল তুলে আনতে পারিনি আমরা। অতএব, এই একটি জায়গায় উন্নতি করে শনিবার, মাঠে নামতে চাই আমরা।”

অন্যদিকে, মুম্বই এখনও পর্যন্ত ঘরের মাঠে মাত্র চারটি ম্যাচে জয়ের মুখ দেখেছে। কিন্তু চোট এবং কার্ড সমস্যার জন্য দলের সঙ্গে মুম্বই যাননি সাহাল ও কামিংস। স্বাভাবিকভাবেই শনিবার, দলের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস এবং অভিষেক সূর্যবংশীর মতো তরুণ ফুটবলারদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari