East Bengal Club: শুক্রবার ইস্টবেঙ্গলের ১০৬-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শুধু ক্রীড়াই নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন।
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে হকি তারকা পি আর শ্রীজেশকে বিশেষ সম্মান
শ্রীজেশকে সম্মান ইস্টবেঙ্গলের
শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে জাতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশকে 'ভারত গৌরব' সম্মান জানানো হল। এই অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন শ্রীজেশ। গত বছর প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন শ্রীজেশ। অলিম্পিক্সের পর তিনি পেশাদার হকি থেকে অবসর নেন। এখন কোচিং করাচ্ছেন এই প্রাক্তন গোলকিপার।
DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক কে?
সরকারিভাবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম অধিনায়ক রমেশ চন্দ্র সেন (নশা)।
26
বাংলা তথা দেশের অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনকেও বিশেষ সম্মান জানাল ইস্টবেঙ্গল
সম্মানিত সঞ্জয় সেন
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে 'প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়' স্মৃতি সম্মান জানানো হল বিখ্যাত কোচ সঞ্জয় সেনকে। তিনি বলেন, ‘আমার কাছে কোনও ভাষা নেই। যে ক্লাবের আমার এক শতাংশও অবদান নেই তারা আমাকে সম্মানিত করল। আমি এটার যোগ্য কিনা জানি না। তবে এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। সারা ভারতে আপনি যত ক্লাব খুঁজে পাবেন তাদের মধ্যে একটা ইস্টবেঙ্গলই পারে এটা করতে।’
১৯২০
১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাব
১৯২০ সালের ১ অগাস্ট কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর পেরিয়ে গিয়েছে শতবর্ষেরও বেশি।
36
সম্মানিত ইস্টবেঙ্গলের বর্ষসেরা মহিলা ফুটবলার জাতীয় লিগজয়ী দলের সদস্য সৌম্যা গুগুলথ
সৌম্যা গুগুলথকে বর্ষসেরা ফুটবলার
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জাতীয় লিগজয়ী দলের অন্যতম সদস্যা সৌম্যা গুগুলথকে 'বনোয়ারীলাল রায় মেমোরিয়াল বছরের সেরা মহিলা ফুটবলার' সম্মানে ভূষিত করা হল। তাঁকে সম্মানিত করেন ক্লাবের সহ-সভাপতি কল্যাণ মজুমদার ও সচিব রূপক সাহা। সৌম্যাক গোলেই ইস্টবেঙ্গলের মহিলাদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। এই কারণে সৌম্যাকে ঘিরে উচ্ছ্বাস বেশি ছিল।
ইস্টবেঙ্গলের বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সৌভিক চক্রবর্তী
বর্ষসেরা ফুটবলার সৌভিক চক্রবর্তী
ইস্টবেঙ্গল ক্লাবের পুরুষ দলের বর্ষসেরা ফুটবলার হিসেবে 'বনোয়ারীলাল রায় মেমোরিয়াল বছরের সেরা ফুটবলার' সম্মান পেলেন সৌভিক চক্রবর্তী। তাঁকে সম্মান জানান ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও জয়ন্ত চক্রবর্তী I
56
প্রতিষ্ঠা দিবসে লাল-হলুদের তরুণ তারকা পি ভি বিষ্ণুকেও বিশেষ সম্মান জানানো হল
পুরস্কৃত পি ভি বিষ্ণু
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে 'জীবন চক্রবর্তী মেমোরিয়াল বছরের সেরা উদীয়মান খেলোয়াড়' সম্মানে ভূষিত করা হল পি ভি বিষ্ণুকে। তাঁকে সম্মান জানান ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল ও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিষ্ণু। তিনি সদস্য-সমর্থকদের কাছে তারকা হয়ে উঠেছেন।
66
ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে জীবনকৃতি সম্মান প্রদান
সম্মানিত মিহির বসু
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে 'ব্যোমকেশ বসু মেমোরিয়াল জীবনকৃতি সম্মান' দেওয়া হল। তাঁকে সম্মাননা প্রদান করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া ও প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার I পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন মিহির বসু।