Mohun Bagan: 'এই দুটো গোল আমার মোটিভেশন অনেক বাড়িয়ে দেবে', লিস্টনের মুখে সবুজ মেরুন বাণী

Published : Aug 01, 2025, 05:29 PM IST

Mohun Bagan: ডুরান্ডের শুরুটা দুর্দান্ত করল মোহনবাগান। আর প্রথম ম্যাচেই কার্যত, নায়ক বনে গেলেন লিস্টন কোলাসো (Liston Colaco)। 

PREV
16
প্রথম ম্যাচেই দুরন্ত শুরু মোহনবাগানের

ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে মহামেডানকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করল সবুজ মেরুন ব্রিগেড। আর সেই ম্যাচেই, অনবদ্য ফুটবল উপহার দিলেন মোহনবাগানের প্রাণভোমরা লিস্টন কোলাসো। বাঁ-প্রান্ত দিয়ে লাগাতার আক্রমণ তুলে আনেন সবুজ মেরুনের এই লেফট-উইঙ্গার। কার্যত, সাদাকালো ডিফেন্সকে নাজেহাল করে ছাড়েন তিনি (liston colaco goals)। 

26
শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান

বৃহস্পতিবার, যুবভারতীতে ধীরে ধীরে ম্যাচের দখল নিতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। এক্ষেত্রে বড় ভূমিকা নেন লিস্টন। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রেও এক্স-ফ্যাক্টর হয়ে দাঁড়ান তিনি। ম্যাচের ২৩ মিনিটে, ডান পায়ের জোরালো ফ্রি-কিক থেকে নেওয়া শট মানব প্রাচীর পেরিয়ে সোজা জালে জড়িয়ে যায়। সেইসঙ্গে, মোহনবাগান ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। 

36
দ্বিতীয়ার্ধে কিছুটা গতি বাড়ায় মহামেডান

সেই সুবাদেই গোল করে খেলায় ফিরে আসে তারা। ম্যাচে সমতা ফিরলেও, তা বেশীক্ষণ স্থায়ী হয়নি। সুহেইল ভাটের গোলে ফের এগিয়ে যায় মোহনবাগান। এই গোলটির ক্ষেত্রেও লিস্টন কোলাসোর অবদান অনস্বীকার্য। তাঁর অ্যাসিস্ট থেকেই গোলটি করেন সুহেইল (mohun bagan vs mohammedan sc durand cup score)। 

46
তবে সেখানেই শেষ নয়

এদিন যেন সবুজ মেরুনকে জেতাতেই মাঠে নেমেছিলেন লিস্টন। খেলার অতিরিক্ত সময়ে, মাঝমাঠ থেকে বল পেয়ে গতি বাড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তাঁকে বক্সের মধ্যে ফাউল করে বসেন মহামেডান ডিফেন্ডার পুখরামবাম দীনেশ মেইতেই। সঙ্গে সঙ্গে রেফারি আদিত্য পুরকায়স্থ পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকেই গোল করে সবুজ মেরুন ব্রিগেডকে ৩-১ গোলে এগিয়ে দেন লিস্টন। শেষপর্যন্ত, ঐ ব্যবধান রেখেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। 

56
ম্যাচের পর সাংবাদিকদের কী জানালেন লিস্টন কোলাসো?

তাঁর কথায়, “এই দুটো গোল আমি আমার স্ত্রী, বাবা-মা এবং সমস্ত মোহনবাগান ফ্যানদের উৎসর্গ করতে চাই। আমাকে ক্লাব ৭ নম্বর জার্সি পরে খেলতে বলেছে, তাই সেটা গায়ে চাপিয়েই আমি মাঠে নেমেছি। কঠোর অনুশীলন এবং একাগ্রতার উপর সবসময় বিশ্বাস রাখতে চাই। আমি এই সিজনে আরও বেশি করে ফোকাস করতে চাই। নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে আরও ভালো ফুটবল উপহার দিতে চাই সমর্থকদের।"

66
আরও যোগ করেন লিস্টন

মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ফুটবলার জানিয়েছেন, "প্রথম ম্যাচের এই দুটো গোল আমার মোটিভেশন বাড়াতে ভীষণ সাহায্য করবে। ভীষণ খুশি ম্যাচটা জিততে পেরে। আমরা ধাপে ধাপে সামনের দিকে এগোতে চাই। আশা করি, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। কোচ বলেছিলেন, আমরা ১০ জন হয়ে গেলেও যেন ভালো খেলতে পারি। আর আমরা সেটাই করে দেখালাম এবং জিতলাম।"

এই ম্যাচের সেরা লিস্টন কোলাসো নির্বাচিত হন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories