
সোমবার ইমামি ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ভারতের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী। গত শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আইএফএ শিল্ডের ফাইনালে টাইব্রেকারে হারের পর কোচ অস্কার ব্রুজনের সাথে নন্দীর বিবাদ হয়েছিল।
২৫শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসন্ন সুপার কাপের জন্য সোমবার সন্দীপ নন্দী এবং দলের বাকি সদস্যরা গোয়ায় অবতরণ করেন এবং সূত্র অনুসারে, স্প্যানিশ কোচের সাথে তার তীব্র তর্ক হয়। এরপর, সন্দীপ ভেবেছিলেন দলের সাথে থাকার কোনও মানে হয় না।
টাইব্রেকারের আগে গোলরক্ষক প্রভুসুখন সিং গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে দলে নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন ব্রুজন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে তিনি কোচিং স্টাফের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন। "আমি ভুল করেছি এবং এর দায় আমি নেব," তিনি শনিবার বলেছিলেন।
ইস্টবেঙ্গলের ২০০৩ সালের আসিয়ান কাপ জয়ী দলের সদস্য সন্দীপ নন্দীকে এই মরশুমের আগে গোলকিপিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সরে গেলেন। সোমবার ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে সরে যাওয়ার পর একাধিক অভিযোগ করেছেন সন্দীপ। এরপর তিনি জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাব, ইনভেস্টর সংস্থা ইমামি, আইএফএ, ক্রীড়ামন্ত্রী এবং ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করবেন। কিন্তু ইস্টবেঙ্গলের প্রধান কোচের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে ক্রীড়ামন্ত্রী, আইএফএ কী ব্যবস্থা নিতে পারে, তা স্পষ্ট নয়। সন্দীপের আচরণে অনেকেই ময়দানের রাজনীতির গন্ধ পাচ্ছেন।
এই পরিস্থিতিতে অস্কারের পাশে দাঁড়িয়েছেন ইমামির অন্যতম শীর্ষকর্তা আদিত্য আগরওয়াল। তিনি বিদায়ী গোলকিপার কোচের সমালোচনা করে বলেছেন, 'ক্লাবের সঙ্গে আমাদের কোনও ঝামেলা নেই। ঝামেলা থাকলে দল চলত না। সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তাহলে ও আগে বলেনি কেন? আমার মনে হয় না এতে (সন্দীপের পদত্যাগ) দলে কোনও প্রভাব পড়বে। ফুটবলাররা মানসিক ভাবে অনেক শক্তিশালী।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।