East Bengal: রবসনের ইস্টবেঙ্গলে আসা কি বিশ বাঁও জলে? এবার জানা গেল বড় আপডেট

Published : Nov 22, 2024, 12:36 PM ISTUpdated : Nov 22, 2024, 12:44 PM IST
Robson Robinho

সংক্ষিপ্ত

রবসন রবিনহোকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। 

এখনও আইএসএল-এর (ISL) লড়াইতে জয়ের মুখ দেখতে পায়নি ইস্টবেঙ্গল (East Bengal)।আর এবার রবসন রবিনহোকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। তাঁর লাল হলুদে সই করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট।

উল্লেখ্য, দলের নতুন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) দায়িত্ব নিয়েই বেশ কয়েকটি বিষয়ে নজর দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলা। আর এর ফলও মিলেছে ভুটানে গিয়ে। এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) বসুন্ধরা কিংস এবং নেজমেহ এফসিকে পরাজিত করে ইস্টবেঙ্গল। গোটা দলের মধ্যে ফিরে আসে সেই আত্মবিশ্বাস।

তবে অস্কার দায়িত্বে আসার পর, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) যে দলের মধ্যে একাধিক বদল আসবে, তার ইঙ্গিত অনেক আগেই মিলেছিল। এবার সেই সম্ভাবনাই যেন আরও প্রবল হয়ে উঠেছে। সূত্রের খবর, দলের ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভাকে রিলিজ করে দিতে পারে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই শোনা যাচ্ছে, অপর এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর (Robson Robinho) নাম। এমনিতেই তিনি বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন। আর ব্রুজো নিজেও একসময় এই দলের কোচ ছিলেন। সূত্রের খবর, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে সেই রবিনহোই আসতে পারেন ইস্টবেঙ্গলে (East Bengal)।

কিন্তু সমস্যা অন্য জায়গায়। এমনিতে আগামী ৩০ নভেম্বর বসুন্ধরা কিংসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু, চুক্তি শেষ হয়ে গেলেই যে ইস্টবেঙ্গল তাঁকে পেয়ে যাবে এমনটা নয়। কারণ, এই ট্রান্সফারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট। জানা যাচ্ছে, যেহেতু রবসন রবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাসে শেষ হবে, তাই সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতেই হবে লাল হলুদকে।

তার মানে, আগামী বছর ১ জানুয়ারির আগে ইস্টবেঙ্গলে সই করা কোনওভাবেই সম্ভব নয় রবসন রবিনহোর। ফলে, যদি তাঁকে দলে নিতে হয়, তাহলে এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল হলুদ ব্রিগেডকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?