চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। প্যারিস সাঁ জা হয়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেও, এবার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন মেসি।
আগামী শুক্রবার বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব এফসি বার্সেলোনার ১২৫ পূর্তি উপলক্ষে ক্যাম্প ন্যু-তে ফিরছেন এই ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এফসি বার্সেলোনার ১২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে মেসির পাশাপাশি তাঁর সতীর্থরাও থাকবেন। ফের আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্ডেজ ও মেসিকে একসঙ্গে দেখা যাবে। রোনাল্ডিনহো, স্যামুয়েল এটো, ব্রাজিলের রোনাল্ডোর মতো বার্সেলোনার প্রাক্তন ফুটবলারদেরও এই অনুষ্ঠানে দেখা যেতে পারে। তবে আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মেসি। তিনি ক্লাব ছাড়ার পর প্রথমবার ক্যাম্প ন্যু-তে পা রাখতে চলেছেন। একাধিকবার এই তারকার ফুটবলার হিসেবে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। এবার অতিথি হিসেবে পুরনো ক্লাবে ফিরছেন মেসি।
মেসির প্রত্যাবর্তন ঘিরে সরগরম বার্সেলোনা
১৩ বছর বয়সে লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। ২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয়। এরপর এই তারকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বের সেরা ফুটবলার হয়ে ওঠেন মেসি। বার্সেলোনার হয়ে খেলার সময়ই তিনি আর্জেন্টিনার অধিনায়ক হন। ২০১৪ সালে মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। বার্সেলোনা ছাড়ার পর ২০২২ সালে বিশ্বকাপ জেতেন মেসি। এবার তিনি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পুরনো ক্লাবে ফিরছেন। তাঁকে স্বাগত জানাতে তৈরি পুরনো ক্লাবের সমর্থকরা।
নিজের দেশের ক্লাবে ফিরছেন মেসি
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি আছে মেসির। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার নেওয়েলস ওল্ড বয়েজে যোগ দিতে চলেছেন মেসি। নিজের দেশের ক্লাবের হয়ে খেলেই প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই কিংবদন্তি ফুটবলার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কোথায় খেলবে আর্জেন্টিনা? জেনে নিন বিস্তারিত
এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুবাদে নতুন গৌরবের সুযোগ, ফের বিশ্বজয়ের লড়াইয়ে মেসি
ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি