এবার তাই টিম ম্যানেজমেন্ট কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে
আসন্ন মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল (east bengal news today)।
510
তাই দল গড়ার পাশাপাশি কিন্তু ঘর ভাঙারও খবর আসছে
লাল হলুদের হয়ে গত মরশুমে খেলা এই বিদেশি ফুটবলারটি (foreign footballer) এবার সম্ভবত দল ছাড়ছেন। কে তিনি (east bengal news bengali)?
610
তিনি হলেন সল ক্রেসপো (Saul Crespo)
গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে মোট ১৩টি ম্যাচে মাঠে নামেন ২৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারটি (east bengal news transfer)।
710
তার মধ্যেই করে ফেলেছেন ১টি গোল এবং ২টি অ্যাসিস্ট (assist)
সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৩৬৫টি সফল পাস এবং তৈরি করেছেন ১৫টি গোলের সুযোগ। সেইসঙ্গে, ৫টি শট পুরো টার্গেটে রেখেছেন (saul crespo east bengal)।
810
শোনা যাচ্ছে, তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে ইন্টার কাশী (Inter Kashi)
ক্রেসপোর নামের পাশে রয়েছে ৫৩টি রিকভারি, ১৪টি ক্লিয়ারেন্স এবং ১১টি ইন্টারসেপশন।
910
সূত্রের খবর, সল ক্রেসপোকে সই করাতে পারে ইন্টার কাশী
ভারতীয় ফুটবল মানচিত্রে ক্রমশই অন্যতম একটি শক্তিশালী ক্লাব হয়ে উঠছে তারা (inter kashi fc news)।
1010
অর্থাৎ, ঘর ভাঙছে লাল হলুদের
সূত্র মারফৎ জানা যাচ্ছে, সল ক্রেসপোকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী ইন্টার কাশী। আগামী মরশুমে তাই ক্রেসপোর নতুন দলে খেলার সম্ভাবনা যেন ক্রমশই বাড়ছে। তবে এখনও পর্যন্ত বিষয়টি চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।