East Bengal: ফেডারেশনের কাছে ম্যাচ পিছনোর আবেদন ইস্টবেঙ্গলের, হটাৎ কী হল লাল হলুদের?

Published : Nov 19, 2024, 09:30 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

আগামী মার্চ মাসে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। 

তারপর ফের ১১ মার্চ ফিরতি পর্বের খেলা রয়েছে। যেটি আবার ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এবার তার মাঝে ৮ মার্চ আইএসএল-এ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা পড়েছে। সেটিও গিয়েই খেলতে হবে দলকে। এবার সেই ম্যাচের দিন পরিবর্তন করার জন্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে অনুরোধ করবে ইস্টবেঙ্গল।

প্রসঙ্গত, মহামেডান ম্যাচের পরেই ফেডারেশন সভাপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। আইএসএল-এ বারংবার খারাপ রেফারিংয়ে শিকার হওয়া নিয়ে ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বোলার কথা ইস্টবেঙ্গলের। অন্যদিকে, ওই ম্যাচে লাল কার্ড দেখা দুই ফুটবলার নন্দকুমার এবং মহেশ সিংকে আপাতত একটি ম্যাচই সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

সেক্ষেত্রে শুধুমাত্র নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারবেন না তারা। কারণ, সেদিন মাঠে খারাপ আচরণ নিয়ে নন্দকে শোকজ করে ফেডারেশন। এবার তার পাল্টা জবাব পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলও।

এদিকে শনিবার থেকেই জোরালো অনুশীলনে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। রবিবারও একজন বিদেশি নিয়েই অনুশীলন করা দল। ক্লেইটন সিলভা ছাড়া বাকি বিদেশিরা কেউ আসেননি এদিন। সল ক্রেসপো, মাদিহ তালাল এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা পরে আসবেন। এছাড়া হেক্টর ইউস্তে আসবেন আগামী ২১ নভেম্বর। আনোয়ার আলি, জিকসন সিং এবং হিজাজি মাহের জাতীয় দলের হয়ে খেলার পর আরও কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন বলে জানা গেছে।

তবে এদিন অনুশীলনে যোগ দিয়েছেন প্রভসুখন গিল এবং গুরসিমরত গিল। এদিনও প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেছেন পিভি বিষ্ণুরা। প্রথম ৪৫ মিনিট ফিজিক্যাল ট্রেনিং করেন তারা। তারপর দলের ফুটবলারদের মোট চারটি দলে ভাগ করে আলাদাভাবে ম্যাচ খেলান কোচ অস্কার ব্রুজো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের