সন্তোষ ট্রফিতে সফলতম দল বাংলা। এবার কল্যাণীতে সন্তোষ ট্রফির শুরুটা দারুণভাবে করেছে সঞ্জয় সেনের দল। ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলা।
সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশকে ৭-০ উড়িয়ে দিল বাংলা। ২ ম্যাচে ১১ গোল করে গ্রুপের শীর্ষে বাংলা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন রবি হাঁসদা, মনোতোষ মাঝি, চাকু মাণ্ডি, আবু সুফিয়ান শেখ, অয়ন মণ্ডলরা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৪ গোল করলেন রবি। মনোতোষ করেন ৩ গোল। প্রথমার্ধের শেষে ৫-০ এগিয়েছিল বাংলা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হয়। দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে খুব বেশি ঝাঁপাননি বাংলার ফুটবলাররা। তাঁরা বেশিরভাগ সময় নিজেদের পায়ে বল রেখে খেলার চেষ্টা করছিলেন। এর সুযোগ নিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করছিল উত্তরপ্রদেশ। বাংলার রক্ষণে কিছু ফাঁকফোকরও তৈরি হয়েছিল। তবে উত্তরপ্রদেশের পক্ষে গোল করা সম্ভব হয়নি।
বাংলার দাপুটে জয়
ফুটবলে বাংলার ধারেকাছে নেই উত্তরপ্রদেশ। ফলে বাংলার ৭ গোলে জয় প্রত্যাশিত। এদিন ম্যাচের প্রথম গোল করেন রবি। এরপর জোড়া গোল করেন মনোতোষ। বাংলার হয়ে চতুর্থ গোল করেন রবি। দলের পঞ্চম গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মনোতোষ। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবি। দল বিরাট ব্যবধানে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে একাধিক ফুটবলার বদল করেন বাংলার প্রধান কোচ সঞ্জয় সেন। তিনি গোলকিপার সৌরভ সামন্তকে তুলে আদিত্য পাত্রকেও মাঠে নামান। টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় বাংলার ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।
সঞ্জয়ের কোচিংয়ে সাফল্য
বেশ কিছুদিন হল কোনও বড় দলের কোচ হিসেবে সঞ্জয়কে দেখা যাচ্ছে না। তবে তাঁর কোচিংয়ে বাংলা দল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করতে চলেছে বাংলা। নক-আউটেই সঞ্জয় ও তাঁর দলের ফুটবলারদের আসল পরীক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অনুশীলন চলাকালীন অসুস্থ হওয়ার পর মৃত্যু, গোলকিপার কোচ প্রশান্ত দে-কে হারিয়ে শোকস্তব্ধ ময়দান
বিরতির পর শুরু অনুশীলন, নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল
'৯-১১' চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা কী ছিল? লড়াইয়ের রহস্য ফাঁস ইস্টবেঙ্গল কোচের