সুদিন ফিরছে তাহলে লাল হলুদে? আরও দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন এই মিডফিল্ডার

থেকে যাচ্ছেন তিনি। আরও দুই বছরের চুক্তিতে, ইস্টবেঙ্গলে (East Bengal) থেকে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)।

থেকে যাচ্ছেন তিনি। আরও দুই বছরের চুক্তিতে, ইস্টবেঙ্গলে (East Bengal) থেকে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের। আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

Latest Videos

ইতিমধ্যেই শোনা যাচ্ছে, দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী ১২ জুন খুলছে ট্রান্সফার উইন্ডো। আর তারপরই এই গ্রিক (Greece) স্ট্রাইকারকে সই করাবে লাল হলুদ ব্রিগেড। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হয়ে গেছেন দিয়ামান্তাকোস। মোট ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তিনি।

আর এবার দলের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সল ক্রেসপোর সঙ্গে চুক্তি বৃদ্ধির কথা। উল্লেখ্য, গত মরশুমে এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারটি (Midfielder) বেশ ভালো ফুটবলই উপহার দেন। লাল হলুদ জার্সি গায়ে মোট ১৪টি ম্যাচে মাঠে নেমে করেন ৪টি গুরুত্বপূর্ণ গোল।

সেইসঙ্গে, তাঁর নামের পাশে রয়েছে ৫৬৯টি সঠিক পাস। শুধু তাই নয়, ১৪টি গোলের সুযোগও তৈরি করতে সক্ষম হন এই স্প্যানিশ ফুটবলারটি। তাঁর পাসিং অ্যাকিউরেসি প্রায় ৮২%। নিঃসন্দেহে একজন এফিসিয়েন্ট ফুটবলার, লাল হলুদের জন্য। তাই আর দেরি না করে, ক্রেসপোর সঙ্গে আরও দুই বছরের চুক্তি সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব।

ইতিমধ্যেই একটি বিষয় পরিষ্কার যে, তাঁকে ধরে রেখে আগামী মরশুমে দলের শক্তি আরও বৃদ্ধি করতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat) জানিয়েছেন, সল ক্রেসপো আমাদের দলের একজন ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার। গত মরশুমেও দারুণ ফুটবল খেলেছে সল। ও যদি আসন্ন মরশুমে মাঝমাঠকে নেতৃত্ব দিতে পারে, তাহলে আমাদের স্ট্রাইকাররা আরও বেশি করে বলের সাপ্লাই পাবে এবং গোল করবে।”

অন্যদিকে সল ক্রেসপো বলছেন, “আমি খুব খুশি। কারণ, ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে আরও দুটো বছর খেলতে পারব। এই দলটা এখন আমার কাছে পরিবার। সমর্থকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

সবমিলিয়ে, আগামী দুই বছরের জন্য সল ক্রেসপোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিজেদেরকে আরও একটু শক্তিশালী করার চেষ্টায় লাল হলুদ ব্রিগেড।

 

 

আরও পড়ুনঃ 

দলবদলের বাজারে বড় চমক ইস্টবেঙ্গলের! লাল হলুদের নজরে এবার কোন ফুটবলার?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM