East Bengal Transfer Update: বিগত বেশ কয়েকটি বছর ধরে দলের যা পারফরম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত ফুটবল। আর এবার সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে (East Bengal Transfer News)।
উল্লেখ্য, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর চলতি সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।
ফলে, বোঝাই যাচ্ছে যে, দলের (team) অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আবার ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)।
এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারা আসবেন? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)। আসলে টিম ম্যানেজমেন্ট (Team Management) এমন ফুটবলারদের চাইছে, যারা দলকে ভরসা দিতে পারেন। সেক্ষেত্রে দেশীয় ফুটবল সম্পর্কে ধারণা থাকা তরুণ ফুটবলাররা (young footballers) প্রাধান্য পেতে পারেন বলে শোনা যাচ্ছে (rumours)। আর সেই আবহেই, দুটি নাম সামনে চলে এসেছে (east bengal transfer news in bengali)।
প্রথমেই আসা যাক বিপিন সিং-এর (Bipin Singh) কথায়। সূত্রের খবর, তরুণ এই ৩০ বছর বয়সী ফরোয়ার্ডটিকে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। তার কারণ খুব পরিষ্কার। উইং দিয়ে আক্রমণ তুলে আনা কিংবা চোরাগতির দৌড়ে বক্সে ঢুকে পড়ার মতো অনবদ্য স্কিল রয়েছে বিপিনের। তাছাড়া দীর্ঘদিন ধরেই মুম্বই সিটি এফসিতে (Mumbai City) খেলছেন তিনি।
নিঃসন্দেহে ভারতীয় ফুটবল (Indian Football News) সম্পর্কে বদ্ধমূল ধারণা রয়েছে বিপিনের। সেটাকেই এবার কাজে লাগাতে চাইছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট (team management)। অন্যদিকে, এখনও পর্যন্ত মুম্বই জার্সিতে মোট ১৪১টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ২৭টি গোল এবং ১২টি অ্যাসিস্ট।
বিপক্ষের বক্সে ঢুকে ৩৪৫টি টাচ খেলেছেন তরুণ বিপিন (bipin singh)। সেইসঙ্গে, মোট ১৭৬৭টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে। শুধু তাই নয়, দলের স্বার্থে ১১০টি সুযোগও তৈরি করেছেন বিপিন। যার মধ্যে আবার ৯৮টি নির্ভুল এবং অসাধারণ পাস রয়েছে (east bengal transfer rumours)।
অপরদিকে, ৭৮টি গোলমুখী শট রয়েছে তাঁর ঝুলিতে এবং ৪২৩টি রিকভারিও করেছেন তিনি। ফলে, এহেন একজন অভিজ্ঞ তরুণ ফুটবলারকে (young footballer) সই করাতে পারলে লাল হলুদের জন্য তা একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিপিন সিংকে সই করাতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। এমনকি, জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন বিপিন। শোনা যাচ্ছে, তাঁকে দলে নেওয়ার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু মুম্বই থেকে কি বিপিনকে ছিনিয়ে আনতে পারবে ইস্টবেঙ্গল? উত্তর দেবে সময়।
অন্যদিকে, আরও এক ফুটবলারের দিকে নজর রয়েছে লাল হলুদের। তিনি হলেন রামদিনা রালতে (Ramdina Ralte)। আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীর এফসির (Real Kashmir FC) হয়ে বেশ ভালো ফুটবলার উপহার দিয়েছেন তিনি।
সবথেকে বড় বিষয়, মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ২৩ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারটি। আরও একটি উল্লেখযোগ্য দিক হল, তাঁর বয়স অনেকটাই কম। সেক্ষেত্রে এটা একটা বাড়তি সুবিধা হতে পারে লাল হলুদের জন্য। শোনা যাচ্ছে, তাঁকে দলে নেওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহী ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
পরিসংখ্যান বলছে, রিয়াল কাশ্মীর জার্সিতে মোট ৪২টি ম্যাচে মাঠে নেমেছেন রামদিনা রালতে। তাঁর নামের পাশে রয়েছে ২টি গোল। সেইসঙ্গে, সতীর্থদের দিকে একাধিক কি পাস বাড়িয়েছেন এবং গোলের সুযোগও তৈরি করেছেন তিনি।
সূত্রের খবর, সেই রামদিনা রালতেকেই সই করানোর চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তবে বিষয়টি এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।