PSG vs ARS UCL Semifinal: ঘরের মাঠে জাত চেনাল পিএসজি, আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডেম্বেলেরা

Published : May 08, 2025, 02:28 AM ISTUpdated : May 08, 2025, 02:34 AM IST
UCL SEMIFINAL

সংক্ষিপ্ত

PSG vs ARS UCL Semifinal: দুরন্ত ফুটবল এবং রুদ্ধশ্বাস সেমিফাইনাল। সবুজ গালিচায় যেন সিনেমার মতো কিছু মুহূর্ত তৈরি হল। শেষপর্যন্ত, ঘরের মাঠে জয় হাসিল করল পিএসজি।

PSG vs ARS UCL Semifinal: নিঃসন্দেহে ফুটবলের মহারণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল (UCL Semifinal) দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার রাতে, মুখোমুখি হয়েছিল পিএসজি বনাম আর্সেনাল (psg vs arsenal f.c.)। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় পিএসজি। ফলে, এই ম্যাচে নামার আগে এগ্রিগেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন তারা (where to watch psg vs arsenal f.c.)। 

 

 

এদিন ছিল পিএসজি-র ঘরের মাঠে ম্যাচ 

সেই ম্যাচে যেন সবুজ গালিচায় ফুল ফোঁটালেন দুই দলের ফুটবলাররা। আক্ষরিক অর্থেই একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমী জনতা। শুরু থেকেই জমে ওঠে এই ফুটবলের মহারণ (psg vs arsenal leg 2)।  শেষপর্যন্ত, ঘরের মাঠে ২-১ গোলে জয় হাসিল করল পিএসজি। 

খেলার ৩ মিনিটেই, সহজ সুযোগ নষ্ট করে আর্সেনাল। একটুর জন্য মার্টিনেলির হেডার বাইরে চলে যায়। তার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই দুরন্ত সেভ করেন পিএসজি গোলকিপার দোনারুমা। তবে বুকায়ো সাকারা লাগাতার আক্রমণ তুলে আনতে থাকেন ক্রমাগত (psg vs arsenal prediction)।

 

 

আর সেই সুবাদেই, কর্নার থেকে আসা বলে ওডেগার্ড অনবদ্য একটি শট নেন। কিন্তু সেটিও রুখে দেন সেই দোনারুমা। কার্যত, এদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। তবে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে পিএসজি-ও। ফ্যাবিয়ানো রুইজ এবং হাকিমিরা কাউন্টার অ্যাটাকে চাপ বাড়াতে থাকেন (psg vs arsenal f.c)।

খেলার ১৭ মিনিটে, পিএসজি-র শট বারপোষ্টে না লাগলে বিপদ বাড়তে পারত। এরপর ম্যাচের ২৩ মিনিটে, বারকোলা একটি সুযোগ নষ্ট করেন। কিন্তু ধীরে ধীরে যেন ম্যাচের দখল নিজেদের দিকেই নিয়ে নিচ্ছিল পিএসজি।

 

 

আর সেই সুবাদেই খেলার ২৭ মিনিটে, কর্নার থেকে আসা বলে জোরালো শটে গোল করে যান সেই ফ্যাবিয়ানো রুইজ। সঙ্গে সঙ্গে পিএসজি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ফার্স্ট হাফ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।

দ্বিতীয়ার্ধে জাঁকিয়ে বসতে চায় দুই দলই

তবে আর্সেনালের হয়ে বুকায়ো সাকা একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন। এমনকি খেলার ৬৩ মিনিটে, দোনারুমা রীতিমতো শরীর ছুঁড়ে সাকার শট সেভ করেন। কিন্তু খেলার ৬৭ মিনিটে, আর্সেনাল ডিফেন্ডার লুইসের হ্যান্ডবলের জেরে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু সেই পেনাল্টি রুখে দেন আর্সেনাল গোলকিপার করেন ডেভিড রায়া।  

অন্যদিকে, এদিন শুরু থেকে মাঠে ছিলেন না ডেম্বেলে। দ্বিতীয়ার্ধে মাঠে আসেন তিনি। তবে তখন গোটা ম্যাচে কার্যত দাপট দেখাতে শুরু করে দিয়েছে পিএসজি। আর সেই সূত্রেই, খেলার ৭২ মিনিটে হাকিমির দুরন্ত গোলে আরও এগিয়ে যায় তারা। কিন্তু তার কয়েক মিনিট বাদেই খেলায় নাটকীয় মোড়। 

ঠিক ৭৬ মিনিটের মাথায়, সেই বুকায়ো সাক্র গোলেই ব্যাবধান কমায় আর্সেনাল। খেলার ফলাফল তখন ২-১। তবে এরপরেও আর্সেনাল এবং পিএসজি, দুই দলের সামনেই সুযোগ আসে। কিন্তু আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ২-১ গোলে ম্যাচ জিতে নেয় পিএসজি এবং দুটি লেগ মিলিয়ে এগ্রিগেটের নিরিখে খেলার ফলাফল ৩-১। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল পিএসজি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?