এবার তাই টিম ম্যানেজমেন্ট (management) কার্যত, কোমর বেঁধে নেমেছে
ইস্টবেঙ্গল এমন ফুটবলারদের চাইছে, যারা আদতে দলকে ভরসা দিতে পারেন (east bengal new player)।
510
আর সেই আবহেই, এবার সামনে চলে এসেছে আরও একটি নাম
কে সেই ফুটবলারটি (east bengal transfer news in bengali)?
610
তিনি হলেন রাহুল ভেকে (Rahul Bheke)
গত মরশুমে তিনি যথেষ্ট ভালো ফুটবল উপহার দেন বেঙ্গালুরু এফসি-র হয়ে। এমনকি, জাতীয় দলের হয়েও খেলেছেন। মূলত রাইট ব্যাক (right back) পজিশনের প্লেয়ার (east bengal new player update)।
710
সূত্রের খবর, ক্লাব ফুটবলের নিরিখে অভিজ্ঞতা এবং দক্ষতা দুটিই রয়েছে রাহুলের ঝুলিতে
গত মরশুমে বেঙ্গালুরু (bengaluru fc) জার্সিতে মোট ২৬টি ম্যাচে মাঠে নামেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ১০টি ক্লিনশিট, ২৭টি ইন্টারসেপশন এবং ৮৫% পাসিং অ্যাকিউরেসি।
810
তাছাড়া বিপক্ষের থেকে জিতে নিয়েছেন ১৯টি ট্যাকল
শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারটিকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী লাল হলুদ ব্রিগেড। সবথেকে বড় বিষয়, এই ডিফেন্ডারের ঝুলিতে রয়েছে ১৬টি ব্লকিং এবং ৮৩টি রিকভারি (east bengal transfer rumours)।
910
শুধু তাই নয়, রাহুল ভেকে বেঙ্গালুরু জার্সিতে করেছেন ৩টি গোল এবং ১২৬টি ক্লিয়ারেন্স
ফলে, বোঝাই যাচ্ছে যে, তিনি ইস্টবেঙ্গলে সই করলে দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বৃদ্ধি পাবে।
1010
সূত্র মারফত জানা গেছে, রাহুল ভেকেকে লাল হলুদে সই করানোর তোড়জোড় চলছে
তবে গোটা বিষয়টিই আপাতত প্রাথমিক স্তরে রয়েছে। এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।