- Home
- Sports
- Football
- East Bengal Transfer Update: কাটবে খরা, মুখে ফুটবে হাসি! ইস্টবেঙ্গলে আসছেন বিধ্বংসী এই মিডফিল্ডার?
East Bengal Transfer Update: কাটবে খরা, মুখে ফুটবে হাসি! ইস্টবেঙ্গলে আসছেন বিধ্বংসী এই মিডফিল্ডার?
East Bengal Transfer Update: এই মুহূর্তে রীতিমতো সরগরম রয়েছে দলবদলের বাজার। কার্যত, কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল (east bengal)।

শেষের কয়েকটি বছর একদমই ভালো যায়নি ইস্টবেঙ্গলের
সবথেকে বড় বিষয়, দলের পারফরম্যান্স এবং টিম কম্বিনেশন একেবারে তলানিতে এসে ঠেকেছে (east bengal player transfer)।
তাই সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল
কিন্তু সমর্থকদের সেই স্বপ্ন কি সত্যি হবে (east bengal new player signing 2025)?
এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে লাল হলুদের অন্দরে (east bengal)
প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স।
তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়
এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে (East Bengal Transfer News)।
নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে?
আর সেই জায়গায় দাঁড়িয়েই, সামনে চলে এল আরও এক নয়া বিদেশির নাম।
তাঁর নাম মহম্মদ রশিদ (Mohammed Rashid)
সূত্রের খবর, ২৯ বছর বয়সী এই প্যালেস্তানীয় ডিফেন্সিভ মিডফিল্ডারটির দিকে নজর রয়েছে লাল হলুদের।
গত মরশুমে তিনি খেলেন ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পারসেবায়া সুরাবায়ার (Persebaya Surabaya) হয়ে
মহম্মদ রশিদের পারফরম্যান্সও বেশ চমকপ্রদ।
দলের হয়ে ৬টি গোলও করেছেন তিনি
অর্থাৎ, মাঝমাঠ থেকে ঠিকানা লেখা পাস বাড়ানো কিংবা বিপক্ষের আক্রমণকে মাঝমাঠে রুখে দেওয়া, সবদিক দিয়েই সিদ্ধহস্ত তিনি।
শোনা যাচ্ছে, রশিদকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী ইস্টবেঙ্গল (east bengal news)
তাছাড়া তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও বেশ ভালো খেলতে পারেন এবং ডান পা-টি বেশ ভালো চলে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই মহম্মদ রশিদই আসতে পারেন ইস্টবেঙ্গলে (east bengal)
তবে এখনও বিষয়টি কথাবার্তার পর্যায়ে রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।