- Home
- Sports
- Football
- East Bengal Transfer Update: বিপক্ষকে ছারখার করতে তিনি একাই ১০০! ইস্টবেঙ্গলে আসছেন এই নতুন বিদেশি?
East Bengal Transfer Update: বিপক্ষকে ছারখার করতে তিনি একাই ১০০! ইস্টবেঙ্গলে আসছেন এই নতুন বিদেশি?
East Bengal Transfer Update: দলবদলের বাজার যেন রীতিমতো সরগরম। এবার সামনে চলে আরও একটি বড় নাম (east bengal transfer update)।

বিগত বেশ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের (east bengal) পারফরম্যান্স বেশ তলানিতে
কার্যত, শেষের কয়েকটি বছর একদমই ভালো যায়নি লাল হলুদ ব্রিগেডের (east bengal player transfer)।
সবথেকে বড় বিষয় হল
দলের পারফরম্যান্স এবং টিম কম্বিনেশন (team combination) মোটেও ভালো জায়গায় নেই (east bengal player transfer)।
প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স
তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।
তাই সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল (excellent football)
এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে (East Bengal Transfer News)।
নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে?
সেই আবহেই, এবার আরও এক বিদেশির নাম সামনে চলে এসেছে (east bengal transfer news in bengali)।
তিনি হলেন মৌরাদ বাটনা (Mourad Batna)
৩৪ বছর বয়সী এই মরক্কোর ফুটবলারটি খেলেন রাইট উইং পজিশনে।
সবথেকে বড় বিষয়, তাঁর চোরাগতির দৌড় বিপক্ষের (opponent) কাছে যেন ত্রাস
মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণ তৈরি এবং গোল করাতে সিদ্ধহস্ত মৌরাদ বাটনা। সূত্রের খবর, তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল (east bengal news)।
সেইসঙ্গে, নিজেও গোল করতে পারদর্শী
গত মরশুমে তিনি খেলেন সৌদি প্রো-লিগের ক্লাব আল ফাতেহ-র হয়ে। মোট ২৬টি ম্যাচে মাঠে নেমে করেন ১১টি গোল। শুধু তাই নয়, ৬টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে।
শোনা যাচ্ছে, এই অভিজ্ঞ ফুটবলারটিকে দলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড।
তাছাড়া এই ফুটবলারটির বাঁ-পাও বেশ ভালো চলে।
সূত্র মারফত জানা যাচ্ছে, সেই মৌরাদ বাটনাকে দলে নেওয়ার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল
তবে বিষয়টি এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।