বলা চলে, ভালো মানের ফুটবলার রিক্রুটমেন্টের দিকেই নজর দিয়েছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
510
আবারও কি গ্যালারিতে শোনা যাবে সেই চিরাচরিত লাল হলুদ গর্জন?
সেই উত্তর দেবে সময়। কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছে তারা (east bengal news bengali)?
610
ফুটবলারটির নাম হল তিনি হলেন নিম দোরজি তামাং (Nim Dorjee Tamang)
প্রসঙ্গত, গত মরশুমে তিনি এফসি গোয়ার হয়ে দুরন্ত ফুটবল উপহার দেন (east bengal transfer rumours)।
710
সূত্রের খবর, সেই নিম দোরজি তামাংকেই আসন্ন মরশুমের জন্য সই (signing) করাতে চাইছে লাল হলুদ ব্রিগেড
২৯ বছর বয়সী এই ডিফেন্ডারটির নামের পাশে রয়েছে ১টি ক্লিনশিট, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লকিং, ১৬টি রিকভারি এবং ১৫টি ক্লিয়ারেন্স (nim dorjee tamang east bengal)।
810
এফসি গোয়ার আগে তিনি খেলেছেন হায়দ্রাবাদ এফসি-তে
ফলে, ভারতীয় ক্লাব ফুটবল সম্পর্কে তাঁর বেশ ভালো ধারণা রয়েছে।
910
শোনা যাচ্ছে, নিম দোরজি তামাংকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী ইস্টবেঙ্গল
সবথেকে বড় বিষয় হল যে, গত মরশুমে তাঁর পাসিং অ্যাকিউরেসি ৮৬% এবং সতীর্থদের দিকে তিনি ১৬৬টি সফল পাস বাড়িয়েছেন (east bengal transfer news in bengali)।
1010
অন্যদিকে, এফসি গোয়ার হয়ে গত মরশুমে জিতেছেন সুপার কাপ
মূলত তিনি খেলেন সেন্টার-ব্যাক পজিশনে (east bengal new player)। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই নিম দোরজি তামাং আসতে পারেন ইস্টবেঙ্গলে।