East Bengal Transfer Update: তাঁর লাল হলুদে সই করা কি শুধুই সময়ের অপেক্ষা? ইস্টবেঙ্গলের 'তারকা' টার্গেট

Published : Jun 08, 2025, 03:39 PM ISTUpdated : Jun 09, 2025, 05:57 PM IST

East Bengal Transfer Update: দলবদলের বাজার রীতিমতো সরগরম। আর তারই মাঝে চলে এল বিরাট আপডেট (east bengal news)।

PREV
112
বিগত বেশ কয়েকটি মরশুম ধরে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে

তাই সমর্থকদের (east bengal supporters) মুখে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল।

212
কিন্তু সমর্থকদের সেই স্বপ্ন কি সত্যি হবে?

নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? তা নিয়েই এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। 

312
এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে লাল হলুদের অন্দরে

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।

412
এবার তাই টিম ম্যানেজমেন্ট (management) কার্যত, কোমর বেঁধে নেমেছে

আসলে ইস্টবেঙ্গল এমন ফুটবলারদের চাইছে, যারা আদতে দলকে ভরসা দিতে পারেন (east bengal new player)।

512
আর সেই আবহেই, একটি নাম নিয়ে চলছে ব্যাপক চর্চা

কে সেই ফুটবলারটি (east bengal transfer news in bengali)?

612
সেই ফুটবলারটি হলেন রাহুল ভেকে (Rahul Bheke)

গত মরশুমে তিনি অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন বেঙ্গালুরু এফসি-র হয়ে (rahul bheke transfer news)। 

712
এমনকি, জাতীয় দলের হয়েও খেলছেন রাইট ব্যাক পজিশনের এই প্লেয়ারটি

ক্লাব ফুটবলের নিরিখে অভিজ্ঞতা এবং দক্ষতা দুটিই রয়েছে রাহুলের ঝুলিতে(east bengal new player update)।  সূত্রের খবর, এবার তিনিই আসতে পারেন ইস্টবেঙ্গলে। 

812
গত মরশুমে বেঙ্গালুরু (bengaluru fc) জার্সিতে মোট ২৬টি ম্যাচে মাঠে নামেন তিনি

তাঁর নামের পাশে রয়েছে ১০টি ক্লিনশিট, ২৭টি ইন্টারসেপশন এবং ৮৫% পাসিং অ্যাকিউরেসি (rahul bheke transfer rumours)।  

912
তাছাড়া বিপক্ষের থেকে জিতে নিয়েছেন ১৯টি ট্যাকল

শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারটিকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী লাল হলুদ ব্রিগেড। 

1012
সবথেকে বড় বিষয়টি কী?

এই ডিফেন্ডারের ঝুলিতে রয়েছে ১৬টি ব্লকিং এবং ৮৩টি রিকভারি (east bengal transfer rumours)।

1112
শুধু তাই নয়, রাহুল ভেকে বেঙ্গালুরু জার্সিতে করেছেন ৩টি গোল এবং ১২৬টি ক্লিয়ারেন্স

ফলে, বোঝাই যাচ্ছে যে, তিনি ইস্টবেঙ্গলে সই করলে দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বৃদ্ধি পাবে (east bengal transfer update)।

1212
সূত্র মারফত জানা গেছে, রাহুল ভেকেকে লাল হলুদে সই করানোর তোড়জোড় চলছে
Read more Photos on
click me!

Recommended Stories