কিন্তু ইস্টবেঙ্গলকে একটি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
কী সেই সমস্যা?
যেহেতু রবসন রোবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে, তাই সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপেক্ষা আরও বাড়বে
সেক্ষেত্রে আগামী বছরের ১ জানুয়ারির আগে লাল-হলুদ জার্সিতে রবসনকে দেখার কোনও সম্ভাবনাই নেই।