কিন্তু ইস্টবেঙ্গলকে (East Bengal) একটি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
710
কী সেই সমস্যা?
যেহেতু রবসন রোবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে, তাই সার্টিফিকেট (Certificate) পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer Window) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
810
অপেক্ষা আরও বাড়বে
সেক্ষেত্রে আগামী বছরের ১ জানুয়ারির আগে লাল-হলুদ জার্সিতে রবসনকে দেখার কোনও সম্ভাবনাই নেই।