'ওরা বলেছিল ক্রিশ্চিয়ানো শেষ হয়ে গিয়েছে,' সৌদি আরবে খেলা নিয়ে সমালোচনার জবাব রোনাল্ডোর

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে সম্প্রতি উয়েফা নেশনস লিগে পর্তুগালের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Soumya Gangully | Published : Nov 21, 2024 5:11 PM
111
সৌদি আরবের ক্লাব ফুটবলে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-তে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগ নিয়ে নেটফ্লিক্সে তথ্যচিত্র হচ্ছে। সেই তথ্যচিত্রেই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়া নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো।

211
সৌদি আরবের ক্লাব ফুটবলে উত্তরাধিকার রেখে যেতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসর এফসি-র হয়ে খেলা প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমি এখানে ট্রফি জিততে এসেছি। এই লিগকে উন্নত করে তোলাই আমার লক্ষ্য। আমি এখানে উত্তরাধিকার রেখে যেতে চাই। এ কথা শুনে খুব সহজ মনে হতে পারে, কিন্তু একেবারেই সহজ নয়।’

311
শুধু অর্থ রোজগারের জন্যই কি সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

সমালোচকদের কড়া জবাব দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘ওরা বলেছিল, ক্রিশ্চিয়ানো শেষ হয়ে গিয়েছে। ওরা বলেছিল, আমি শুধু অর্থের জন্য এখানে এসেছি। আমার অনুরাগীদের মধ্যেও সংশয় তৈরি হয়েছিল। আমি শুধু বলতে চাই, আমি এখানে জিততে এসেছি।’

411
নেটফ্লিক্সের তথ্যচিত্রে সৌদি প্রো লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে অকপট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নেটফ্লিক্সের তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ্যে এসেছে। এই ট্রেলারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলতে শোনা যাচ্ছে, তিনি অর্থের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসর এফসি-তে যোগ দেননি। এই তারকা জানিয়েছেন, তিনি কেরিয়ারে নতুন জায়গায় খেলতে চেয়েছিলেন।

511
এই তথ্যচিত্রে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়েও সমালোচনার জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তৎকালীন ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বিষয়ে তিনি জানিয়েছেন, সেই অস্থির পরিস্থিতি, সমালোচনা দূরে ফেলে রেখে এগিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন। নতুন করে সবকিছু শুরু করাই তাঁর লক্ষ্য ছিল।

611
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসরে যোগ দেওয়ার পর বদলে গিয়েছে সৌদি প্রো লিগ

বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা হিসেবে সৌদি প্রো লিগের কোনও ক্লাবে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে একাধিক তারকা ফুটবলার ও কোচ সৌদি প্রো লিগের ক্লাবগুলিতে যোগ দিয়েছেন।

711
আল-নাসর এফসি-র পাশাপাশি পর্তুগালের জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

চলতি মরসুমে আল-নাসর এফসি-র হয়ে এখনও পর্যন্ত ১৯ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পর্তুগালের জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন।

811
সৌদি প্রো লিগে শুরুতে সাফল্য না পেলেও, দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসর এফসি-র হয়ে প্রথম বছরে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচ খেলে ১৪ গোল করলেও, চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দলকে সৌদি কিংস কাপ জিততে সাহায্য করেছেন।

911
এখনও পর্যন্ত সৌদি প্রো লিগ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন এই তারকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে যোগ দেওয়ার পর সবদিক থেকেই উন্নতি করেছে আল-নাসর এফসি। দলকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য।

1011
আল-নাসর এফসি-কে যত বেশি সম্ভব ট্রফি জেতানোই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য

২০২৩ সালে আল-নাসর এফসি-কে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর তাঁর দল সৌদি কিংস কাপ জেতে। দলকে আরও সাফল্য এনে দেওয়াই রোনাল্ডোর লক্ষ্য।

1111
সৌদি আরবের ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগদান যুগান্তকারী ঘটনা

সৌদি প্রো লিগে কিংবদন্তিতে পরিণত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সৌদি আরবের ক্লাব ফুটবলকে বদলে দিয়েছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos