East Bengal vs FC Goa: সুপার কাপ ফাইনালে পরাজয় ইস্টবেঙ্গলের। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম তথা ফতোরদায় স্বপ্নের সমাধি লাল হলুদের (east bengal vs goa)। এফসি গোয়ার কাছে টাইব্রেকারে হেরে সুপার কাপে পরাজিত ইস্টবেঙ্গল (super cup 2025)।
সুপার কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। গোটা ম্যাচ ছিল গোলশূন্য। দুই দল একাধিক সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও গোল না হওয়ায়, খেলা চলে যায় টাইব্রেকারে।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে এফসি গোয়াও। তবে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখান সিং গিল এবং এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারির প্রশংসা করতেই হয়। দুজনই যথেষ্ট ভালো খেলেন।
তবে একটা সময়, সেই টাইব্রেকার কার্যত পরিণত হয় সাডেন ডেথে। প্রথম শট নিতে আসেন ইস্টবেঙ্গলের কেভিন সিবিয়ে এবং গোল পায় লাল হলুদ ব্রিগেড। কিন্তু এফসি গোয়ার হয়ে বোরহা হেরেরার শট বারপোষ্টে লেগে প্রতিহত হয়।
তারপরের শটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন অধিনায়ক সল ক্রেসপো। তারপরেই গোল পান গোয়া জেভিয়ার সিভেরিও। এমনকি, ইস্টবেঙ্গলের মিগুয়েলও গোল পেয়ে যান। তারপরের শটে ডেজান ড্রাজিক। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখান সিং গিল হাত লাগিয়েও বাঁচাতে পারেননি সেই শট।
তবে পরিস্থিতি কঠিন হয়ে যায় তারপরেই। ইস্টবেঙ্গলের হয়ে মিস করে বসেন মহম্মদ রশিদ। তাঁর শট কার্যত, বারপোস্টের উপর দিয়ে উড়ে যায়। তারপরের শটে এফসি গোয়ার হয়ে পরিবর্ত নামা মহম্মদ নেমিল গোল করে গোয়াকে লড়াইতে ফিরিয়ে আনেন।
খেলা পুরো সাডেন ডেথে পৌঁছে যায়। এরপর শট নিতে আসেন লাল হলুদের হয়ে আনোয়ার আলি। সেখান থেকে গোল পায় ইস্টবেঙ্গল। এফসি গোয়ার হয়ে ডেভিড টিমোর গোল করেন। পাল্টা গোল আসে ইস্টবেঙ্গলের হামিদ আহদাদের তরফ থেকেও।
গোয়ার হয়ে উদান্তা গোল করলেও ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু মিস করেন। এরপর এফসি গোয়ার হয়ে সাহিল তাভোরা গোল করতেই সুপার কাপ চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। এবার তারা খেলবে এএফসি-র মঞ্চে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।