East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে

Published : Dec 07, 2025, 10:24 PM IST
 East Bengal vs FC Goa

সংক্ষিপ্ত

East Bengal vs FC Goa: গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম তথা ফতোরদায় স্বপ্নের সমাধি লাল হলুদের। এফসি গোয়ার কাছে টাইব্রেকারে হেরে সুপার কাপে পরাজিত ইস্টবেঙ্গল।

East Bengal vs FC Goa: সুপার কাপ ফাইনালে পরাজয় ইস্টবেঙ্গলের। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম তথা ফতোরদায় স্বপ্নের সমাধি লাল হলুদের। এফসি গোয়ার কাছে টাইব্রেকারে হেরে সুপার কাপে পরাজিত ইস্টবেঙ্গল। 

সুপার কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?