Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?

Published : Dec 06, 2025, 02:54 PM ISTUpdated : Dec 06, 2025, 04:10 PM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

Indian Super League: অবিলম্বে এই প্রতিযোগিতা শুরু করতে হবে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। দরকার পড়লে, অংশগ্রহণকারী ক্লাবগুলিই লিগ আয়োজন করতে রাজি বলেও জানানো হয়েছে সেই চিঠিতে। 

Indian Super League: আইএসএল আয়োজন নিয়ে তৎপর হয়ে উঠল ক্লাবগুলি (indian super league)। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠাল আইএসএল-এর ১২টি ক্লাব। দাবি একটাই। ভারতীয় ফুটবলের মেগা টুর্নামেন্ট তথা আইএসএল দ্রুত শুরু করতে হবে (indian super league 2025)। 

ক্লাবগুলিই লিগ আয়োজন করতে পারে?

বাণিজ্যিক পরিস্থিতি বিচার করে, অবিলম্বে এই প্রতিযোগিতা শুরু করতে হবে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। দরকার পড়লে, অংশগ্রহণকারী ক্লাবগুলিই লিগ আয়োজন করতে রাজি বলেও জানানো হয়েছে সেই চিঠিতে। যেমনটা ইউরোপের একাধিক দেশের লিগে দেখা যায়। জানা যাচ্ছে, একমাত্র ইস্টবেঙ্গল এই চিঠিতে সই করেনি।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করে আইএসএল-এর সমস্ত ক্লাব। সেখানে ক্রীড়ামন্ত্রী আশ্বাস দেন, দ্রুত দ্রুত লিগ শুরু হবে। কিন্তু কীভাবে আয়োজন করা হবে লিগের? সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা ছিল না। সেইজন্যই আরও একবার চিঠি দেওয়া হয়েছে এআইএফএফ সভাপতিকে।

লিগ আয়োজন করতে তৈরি

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর, আইএসএল আয়োজক এফএসডিএল-এর সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট শেষ হচ্ছে র্বভারতীয় ফুটবল ফেডারেশনের। তাই এখনও পরিষ্কার নয় যে, পরবর্তী লিগের আয়োজক কারা? ক্লাবগুলির আবেদন, দরকার পড়লে তারাই একটি সংস্থা তৈরি করে লিগ আয়োজন করতে তৈরি আছে। 

শুধু কেন্দ্রীয় সরকার এবং দরকারে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলে এআইএফএফ-কে উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে। এটাই হচ্ছে দাবি। ক্লাবগুলি সেই চিঠিতে লিখেছে, "বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের বেতন দিয়ে গেছে এতদিন ধরে এবং সম্পর্কও ভালোই রেখেছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, শুধু কঠিনই নয়! এইভাবে চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব।” 

তাই এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠাল আইএসএল-এর ১২টি ক্লাব। তাদের আর্জি, ভারতীয় ফুটবলের মেগা টুর্নামেন্ট তথা আইএসএল দ্রুত শুরু করতে হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?