ISL: হায়দ্রাবাদ ম্যাচকেই পাখির চোখ করছে মহামেডান, কোচ বলছেন, '৩ পয়েন্টের জন্যই মাঠে নামব'

হার মানেই সব শেষ নয়। এই আত্মবিশ্বাসকে সঙ্গে করেই এগোচ্ছেন সামাদরা।

Subhankar Das | Published : Oct 25, 2024 5:40 PM / Updated: Oct 26 2024, 01:21 AM IST
110
কোনওভাবেই হাল ছাড়ছে না মহামেডান

হায়দ্রাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় সাদাকালো ব্রিগেড।

210
শেষ দুটি ম্যাচে পরাজিত হয়ে কিছুটা চাপে তারা

তবে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল।

310
তবে চলতি আইএসএলে (ISL) লড়াইতে ফিরতে গেলে জিততেই হবে

অতএব পাখির চোখ শনিবারের ম্যাচে।

410
দলের কোচ আন্দ্রে চেরনিশভ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয় নিয়ে কথা বললেন

তাঁর মতে, “আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই।”

510
আর কী কী জানালেন তিনি?

চেরনিশভের (Andrey Chernyshov) কথায়, “আমরা লিগ টেবিলে হায়দ্রাবাদের থেকে উপরে আছি বলে একদমই এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছি না। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।”

610
লক্ষ্য যখন তিন পয়েন্ট

ঘরের মাঠে এই ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্টই ঘরে তুলতে চাইছে সাদাকালো ব্রিগেড।

710
ম্যাচ ধরে এগোতে চাইছে মহামেডান

দলের হেডস্যার বলছেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। ভালো ফল করতে হবে আমাদের। যদি ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে নিঃসন্দেহে সুপার সিক্সে (Super Six) আমরা জায়গা পাকা করে নেবো।”

810
চেরনিশভ আরও যোগ করেছেন,

তিনি বলছেন, “দলের খেলার স্টাইলটাকে ধরে দেখে এবং টিম কম্বিনেশনকে সঙ্গী করেই সাফল্য আসবে বলে আমাদের বিশ্বাস। এখন সামনে হায়দ্রাবাদ ম্যাচ। সেটা ছাড়া এই মুহূর্তে আমরা আর কিছু ভাবছি না। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল।

910
দলের প্রতি আশা-ভরসা

মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের মতে, “কলকাতা লিগ এবং আই লিগ জেতার পর থেকে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করছি তাদের মুখে হাসি ফোটানোর। আসলে এটা ফুটবল মাঠ, ইমোশন ধরে রাখা খুব কঠিন। তবে ৩ পয়েন্ট ছাড়া আমাদের মাথায় এখন আর কিছু নেই।”

1010
সবমিলিয়ে, সাদাকালো ব্রিগেডের কাছে ফিরে আসার মঞ্চ হল এই ম্যাচটি

২৬ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু।

আরও পড়ুনঃ

ISL: কলকাতায় বৃষ্টিভেজা অনুশীলন! মহামেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে হায়দ্রাবাদ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos