EPL: প্রিমিয়ার লিগে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে লিভারপুল! ওদিকে আবার ড্র আর্সেনালের

প্রিমিয়ার লিগে লাগাতার দাপট দেখাচ্ছে লিভারপুল। 

ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার একেবারে শীর্ষেই থাকল তারা। তবে লিভারপুল জিতলেও ড্র করল আর্সেনাল। অন্যদিকে, লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলানোর কাছে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু তারাও নিজেদের ম্যাচ ড্র করল শেষ অবধি।

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি লিভারপুল। খেলা দেখে মনে হচ্ছিল, ড্র করবে তারা। কিন্তু সংযুক্তি সময়ে জোড়া গোল করেন লিভারপুলের ডারউইন নুনেজ়। আর তার ফলে, ১ পয়েন্টের বদলে ৩ পয়েন্ট ঘরে তুলল ইংল্যান্ডের এই ক্লাবটি।

Latest Videos

ওদিকে আবার আর্সেনালের ম্যাচে দেখা গেল ঠিক উল্টো ছবি। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং ৫৫ মিনিটে কাই হাভের্ৎজ় আর্সেনালের হয়ে গোল করেন। কার্যত, ম্যাচের দখলও তাদের হাতেই ছিল।

কিন্তু অ্যাস্টন ভিলার আট মিনিটের ঝড়ে পয়েন্ট হাতছাড়া করল আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিটের মাথায়, ইউরি টিয়েলেম্যান এবং ৬৮ মিনিটে ওলি ওয়াটকিন্স গোল করেন। তারপরে আর গোল করতে পারেনি আর্সেনাল। শেষপর্যন্ত, ২-২ গোলে ড্র হয় খেলা।

প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে আবার এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৪৪। তিন নম্বরে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। সেইসঙ্গে, ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। অর্থাৎ, তারা পরের ম্যাচ জিতলে আর্সেনালকে ছুঁয়ে ফেলবে। লা লিগায় লেগানেসের কাছে আবার ১-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো।

ফলে, বার্সা যদি গেটাফেকে হারাতে পারত তাহলে ওদিকে ব্যবধান কমাতে পারত তারা। কিন্তু তা বাস্তবে হয়নি। জুলস কুন্ডে বার্সাকে এগিয়ে দিলেও মাউরো আরামবারির গোলে সমতা ফেরায় গেটাফে। ফলে, পয়েন্ট নষ্ট করে কাতালান এই ক্লাবটি।

লা লিগার শীর্ষে এখনও রয়েছে অ্যাটলেটিকো। মোট ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সা। সেইসঙ্গে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩। অর্থাৎ, রবিবার লা পামাসকে হারাতে পারলেই লা লিগার শীর্ষে উঠে যাবেন কিলিয়ান এমবাপেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
ছেলে দুষ্টুমি করছিল তাই রাগের বশে এ কী করে বসলেন! ভয়ঙ্কর স্বীকারোক্তি মায়ের
Hooghly News Today: চিকিৎসায় গাফেলতির চরম পরিণতি! বিক্ষোভে ফেটে পড়লো পরিবার, থমথমে গোটা এলাকা