এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে আর্সেনাল। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রথমসারিতে আছে গানার্স।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ উড়িয়ে দিল আর্সেনাল। জোড়া গোল করলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের শেষমুহূর্তে পরপর ২ গোল করেন তিনি। ব্রাজিলের অপর এক ফুটবলার লিয়ান্দ্রো ট্রসার্ড একটি গোল করেন। ম্যাচের প্রথম গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহেজ। এছাড়া আত্মঘাতী গোল করেন ডিন হেন্ডারসন। ফলে সহজ জয় পেল আর্সেনাল। এই জয়ের ফলে ২১ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে থাকল আর্সেনাল। ২০ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। গোলপার্থক্যে আর্সেনালের চেয়ে এগিয়ে ম্যান সিটি। ২১ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট পেয়েছে অ্যাস্টন ভিলা। তবে গোলপার্থক্যে আর্সেনালের চেয়ে পিছিয়ে অ্যাস্টন ভিলা।
দলের পারফরম্যান্সে খুশি আর্সেনাল ম্যানেজার
ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দেওয়ার পর আর্সেনাল ম্যানেজার মিকেল আর্টেটা বলেছেন, ‘এই ম্যাচের শুরু থেকেই আমাদের দল ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। গত ১০ দিনে আমাদের দলকে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের দলের সবাই বড় জয় চাইছিল। আমি সেটা বুঝতে পারছিলাম। আমরা এই ম্যাচে গোল হজম করিনি এবং ৫ গোলে জয় পেয়েছি। এই জয় সত্যিই আমাদের দরকার ছিল. ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল গোল করায় আমাদের সুবিধা হয়। এরপর এই সুবিধা ভালোভাবে কাজে লাগাই আমরা। এই ম্যাচে আমরা সবকিছু ঠিকমতো করতে পেরেছি। আমাদের ম্যাচের প্রতিটি মুহূর্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যদি বিশ্বের সেরা দল হয়ে উঠতে হয়, তাহলে সবকিছুতেই সেরা হতে হবে। আমাদের উন্নতির অবকাশ রয়েছে। আমরা সেই চেষ্টাই করছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য চলতি মরসুমের দ্বিতীয়ার্ধে আমাদের যা করার সবই করতে হবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
দলের পারফরম্যান্সে খুশি বুকায়ো সাকা
বড় ব্যবধানে জয়ের পর আর্সেনালের তারকা বুকায়ো সাকা বলেছেন, ‘এই জয় গুরুত্বপূর্ণ। আমাদের পয়েন্ট পেতে হবে। আমরা শুরুতেই গোল পেয়ে যাওয়ায় চাপ কমে যায়। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে বিরতি আমাদের কাজে লেগেছে। বিরতির আগে পর্যন্ত আমরা সেরা ফর্মে ছিলাম না। বিরতির সময় আমরা নিজেদের অস্ত্রে শান দিতে পেরেছি। এবার আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ উড়িয়ে সেমি-ফাইনালে ইস্টবেঙ্গল
India Vs Uzbekistan: এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের
FIFA Awards 2023: হাল্যান্ড-এমবাপেকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি, মহিলাদের সেরা আইতানা