Arsenal: ওয়েস্টহ্যামকে ৬-০ উড়িয়ে লিভারপুল, ম্যান সিটিকে তাড়া আর্সেনালের

Published : Feb 11, 2024, 10:35 PM ISTUpdated : Feb 11, 2024, 11:18 PM IST
Arsenal

সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভালোভাবেই আছে আর্সেনাল। লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে গানার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি-কে ৬-০ উড়িয়ে দিল আর্সেনাল। জোড়া গোল করলেন বুকায়ো সাকা। বাকি গোলগুলি করলেন উইলিয়াম স্যালিবা, গ্যাব্রিয়েল ম্যাগালহেজ, লিয়ান্দ্রো ট্রসার্ড ও ডেলকান রাইস। এই জয়ের ফলে ২৪ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ২৩ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট পেয়েছে। শীর্ষে থাকা লিভারপুল ২৪ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট পেয়েছে। অন্য কোনও দল এখনও ৫০ পয়েন্টে পৌঁছতে পারেনি। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পয়েন্ট তালিকার সেরা ৩ দলই এগিয়ে। টটেনহ্যাম হটস্পার, অ্যাস্টন ভিলা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া কার্যত অসম্ভব। ফলে লিভারপুল, ম্যান সিটি ও আর্সেনালের মধ্যে লড়াই সীমাবদ্ধ।

জোড়া গোল করে তৃপ্ত সাকা

ম্যাচের পর সাকা বলেছেন, ‘আজ আমরা রক্তের গন্ধ পেয়েছিলাম। সেই কারণেই আমরা শিকারের জন্য ঝাঁপিয়ে পড়ি। আমরা আজ আরও গোল করতে পারতাম। আমিও আরও গোল করতে পারতাম। আর্সেনালের হয়ে ৫০ গোল করতে পেরে আমি গর্বিত। তবে আজ আমি যে সব গোলের সুযোগ নষ্ট করেছি, তারপর পুরোপুরি খুশি হতে পারছি না।’

দলের খেলায় গর্বিত আর্সেনাল অধিনায়ক

দল ৬ গোলে জেতায় খুব খুশি আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। নরওয়ের এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। সারা ম্যাচেই আমাদের নিয়ন্ত্রণ বজায় ছিল। গোলের সামনে আমরা তৎপর ছিলাম। গত কয়েক সপ্তাহে আমরা এটাই করতে পারছিলাম না। দলের জন্য আমি গর্বিত। আমরা ফের অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বড় জয় পেলাম। আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। অন্য দলগুলি কী করছে সেটা নিয়ে আমরা ভাবছি না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Premier League: এভার্টনের বিরুদ্ধে সহজ জয়, লিভারপুলকে চাপে ফেলে দিল ম্যান সিটি

Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের

Lionel Messi: বিদেশি ষড়যন্ত্রে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি! বিস্ফোরক অভিযোগ চিনের

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?