সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে পয়েন্ট তালিকায় অবস্থান বদলাচ্ছে, তা যে কোনও রোহমহর্ষক গল্পকে টেক্কা দিতে পারে। কোন দল চ্যাম্পিয়ন হবে, তা হয়তো শেষ ম্যাচের আগে বলা সম্ভব নয়।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবলে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হল লিভারপুল। তবে অন্য ম্যাচে এভার্টনকে ২-০ হারিয়ে লিভারপুলের উপর চাপ বাড়িয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। ফলে পরের ম্যাচে চেলসির বিরুদ্ধে জয় পেলেই শীর্ষে পৌঁছে যাবে পেপ গুয়ার্দিওলার দল। কম ম্যাচ খেলায় সুবিধাজনক অবস্থানে ম্যান সিটি। ২৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। অন্য দলগুলি পিছিয়ে পড়েছে। 

আর্লিং হ্যালান্ডের অসাধারণ পারফরম্যান্স

২০২২-২৩ মরসুমে ত্রিমুকুট জেতে ম্যান সিটি। এই সাফল্যে আর্লিং হ্যালান্ডের বড় অবদান ছিল। অসাধারণ পারফরম্যান্স দেখান এই স্ট্রাইকার। চলতি মরসুমের শুরুতেও তিনি গোল পাচ্ছিলেন কিন্তু মাঝপথে ছন্দ হারান। তবে ফের ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন হ্যালান্ড। শনিবার এভার্টনের বিরুদ্ধে ম্যাচের ৭১ ও ৮৫ মিনিটে পরপর ২ গোল করে ম্যান সিটিকে জেতালেন নরওয়ের এই স্ট্রাইকার।

লিভারপুলের লড়াই অব্যাহত

বার্নলির বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দিয়োগো জোটা। তবে ৪৫ মিনিটে বার্নলিকে সমতায় ফেরায় ডারা ও'শি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচের রং বদলে যায়। ৫২ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন লুই ডিয়াজ। ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান ডারউইন নুনেজ।

লিগ টেবলে ৪ নম্বরে টটেনহ্যাম

শনিবার ব্রাইটনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষমুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিল টটেনহ্যাম হটস্পার। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন পাসকাল গ্রব। ৬১ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান প্যাপে মাতার সার। এরপর সংযোজিত সময়ে জয়সূচক গোল করেন ব্রেন্যান জনসন। এই জয়ের ফলে ২৪ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে টটেনহ্যাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের

Football News: ফুটবলে চালু হচ্ছে নতুন রঙের কার্ড, বদলাচ্ছে খেলার নিয়ম

Lionel Messi: বিদেশি ষড়যন্ত্রে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি! বিস্ফোরক অভিযোগ চিনের