
Mohun Bagan Super Giant: মেজারার্স ক্লাবের বিরুদ্ধে দল না নামানোই কাল হল। আইএফএ যদি ফের এই ম্যাচ আয়োজন না করে, তাহলে এবারের কলকাতা ফুটবল লিগেও (Calcutta Football League 2025) সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই কারণে শনিবার পাঠচক্রের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেও অস্বস্তিতে সবুজ-মেরুন শিবির। চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ এ-তে ১০ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। মেজারার্স ক্লাবের বিরুদ্ধে নতুন করে ম্যাচ হলে এবং সেই ম্যাচে জয় পেলে ১১ ম্যাচে ২০ পয়েন্টে লিগ শেষ করবে সবুজ-মেরুন ব্রিগেড। তারপরেও অবশ্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত হবে না। অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
শনিবার পাঠচক্রের বিরুদ্ধে ৫-২ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাটট্রিক করেন করণ রাই। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে পাঠচক্র। তারা সমতাও ফেরায়। ১৫ মিনিটের মাথায় গোল করেন ডেভিড মটলা তবে তাতে কোনও লাভ হয়নি। ২৪ মিনিটের মাথায় মোহনবাগান সুপার জায়ান্টকে ফের এগিয়ে দেন করণ। ৪৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান পীযূষ ঠাকুরী। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ৩-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান করণ। তিনি ৪৮ মিনিটের মাথায় দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পাঠচক্রের হয়ে ব্যবধান কমান সৌম্যজিৎ তরফদার। তবে তাতে কোনও লাভ হয়নি।
মোহনবাগান সুপার জায়ান্ট দল না নামালেও, মেজারার্স ক্লাবকে ওয়াকওভার হিসেবে ৩ পয়েন্ট দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ। এই ম্যাচ যদি নতুন করে আয়োজন না করা হয়, তাহলে শনিবারই এবারের কলকাতা লিগ অভিযান শেষ হয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেডের। সবই নির্ভর করছে আইএফএ-র সিদ্ধান্তের উপর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।