
AFC Women's Champions League 2025-26: ইস্টবেঙ্গলের পুরুষ দল এএফসি কাপ সেমি-ফাইনাল খেলেছে। বিদেশ থেকে একাধিক ট্রফি জিতে এসেছে। এবার ইস্টবেঙ্গলের মহিলা দলও ইতিহাস গড়ল। রবিবার হংকংয়ের (Hong Kong) কিচি এসসি-র (Kitchee SC) সঙ্গে ড্র করে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের (Anthony Andrews) দল। গত ম্যাচে নম পেন ক্রাউন এফসি-র (Phnom Penh Crown FC) বিরুদ্ধে ১-০ জেতার পর রবিবার কিচি এসসি-র সঙ্গে ১-১ ড্র করেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেলেন রেস্টি নানজিরি (Resty Nanziri), সৌম্যা গুগুলথরা (Soumya Guguloth)। এদিন ম্যাচের নবম মিনিটেই প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর (Sangita Basfore)। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৯ মিনিটে সমতা ফেরায় কিচি এসসি। এরপর আর গোল হয়নি। ফলে গ্রুপের শীর্ষে থেকে মূলপর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল গত ম্যাচে নম পেনকে হারানোর পর কিচি এসসি ও নম পেনের ম্যাচ ড্র হয়। ফলে এদিন কিচি এসসি-র সঙ্গে ড্র করলেই মূলপর্বে পৌঁছে যেত ইস্টবেঙ্গল। ঠিক সেটাই হল। এবার গ্রুপের লড়াই শুরু হবে। সঙ্গীতা, সৌম্যারা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তা বজায় রাখতে পারলে গ্রুপ পর্ব পেরিয়ে নক-আউটে পৌঁছে যেতে পারে ইস্টবেঙ্গল।
ঠিকমতো পরিকল্পনা করলে এবং মূল দল ধরে রাখলে যে সাফল্য বজায় থাকে, তা ফের প্রমাণ করে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল। ইন্ডিয়ান উইমেনস লিগ (Indian Women's League) চ্যাম্পিয়ন দলের ১৪ জনকে ধরে রাখা হয়। সঙ্গে নেওয়া হয় উগান্ডার জাতীয় দলের ফরোয়ার্ড ফাজিলা ইকওয়াপুট এবং মিডফিল্ডার আমনা নবাবিকে। এছাড়া নাইজেরিয়ার ডিফেন্ডার মরিন ওকপালা এবং ঘানার আবেনা ওপোকুকেও দলে নেওয়া হয়। ভারতীয় ফুটবলারদের মধ্যে নাইজেরিয়ার মরিন ওকপালা ও ঘানার আবেনা ওপোকুকেও দলে নেওয়া হয়। এএফসি প্রতিযোগিতার প্রস্তুতির জন্য কল্যাণীতে শিবির করা হয়। এই পরিকল্পনা ও প্রস্তুতির ফল পেল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।