English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ জমজমাট! ড্র করল ম্যান সিটি, বাকিরা কোথায়?

Published : Jan 09, 2026, 02:46 PM ISTUpdated : Jan 09, 2026, 02:56 PM IST
English Premier League

সংক্ষিপ্ত

English Premier League: ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটিও। ব্রাইটনের বিরুদ্ধে আটকে গেছে তারা। রুবেন আমোরিমের চাকরি যাওয়ার পর, ম্যান ইউয়ের কোচ হিসেবে দায়িত্ব নেন ড্যারেন ফ্লেচার।

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ জমজমাট (english premier league 2025/26)। উল্লেখ্য, লিডস ম্যাচের পর ক্লাবের বিরুদ্ধে মুখ খোলায় গত সোমবার, কোচকে ছেঁটে ফেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু তারপরেও জয়ে ফিরতে ব্যর্থ (english premier league live match) তারা! 

আটকে গেল ম্যান সিটি

ইপিএলে এবার তারা আটকে গেল বার্নলের বিরুদ্ধে। অন্যদিকে, ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটিও। ব্রাইটনের বিরুদ্ধে আটকে গেছে তারা। রুবেন আমোরিমের চাকরি যাওয়ার পর, ম্যান ইউয়ের কোচ হিসেবে দায়িত্ব নেন ড্যারেন ফ্লেচার। কিন্তু জয় এল না। 

 

 

কিন্তু এবারেও জয় এল না। প্রসঙ্গত, শেষ ১১টি ম্যাচে জয় পায়নি ইউনাইটেড। এমনকি, এই ম্যাচেও শুরুতেই এগিয়ে যায় বার্নলে। এক্ষেত্রে ভুল করেন ম্যান ইউ ডিফেন্ডার আইডেন হেভেন। তিনি ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রক্ষণের দুর্বলতা যেন আরও একবার  জোরালোভাবে প্রকট হয়ে গেল। 

দূরপাল্লার দুরন্ত শটে গোল

তবে তারপর ম্যান ইউ-এর হয়ে জোড়া গোল করেন বেঞ্জামিন সেসকো। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে বেরিয়ে যায় বার্নলে। দূরপাল্লার দুরন্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান বার্নলের জাইডান অ্যান্টনি।

 

 

একদিকে যেমন ইউনাইটেড ড্র করেছে, ঠিক তেমনই সিটিও ড্র করেছে।বলা চলে, প্রিমিয়ার লিগ জয়ের ক্ষেত্রেও স্বপ্ন ধাক্কা খেল তাদের। কারণ, ব্রাইটনের সঙ্গে ম্যাচ ড্র করেছে তারা। বুধবার রাতে, ক্লাবের হয়ে ১৫০তম গোলটি করেন আর্লিং হালান্ড। তবু ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে আটকে গেল ম্যান সিটি। খেলার অতিরিক্ত সময়ে, ব্রাইটনের হয়ে গোল করেন কাওরু মিতোমা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: মোট ১২৪৮ জন ফুটবলারের ছবি তুলবে ফিফা, নয়া প্রযুক্তি আসছে বিশ্বকাপে?
কাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার করা উচিত? পরামর্শ দিলেন রয় কিন