২০২৩ সালের মতোই ২০২৪ সালেও শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত লড়াই চলছে। লিগ টেবলে ফের বদল হল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০-তম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখাল পেপ গুয়ার্দিওলার দল। এদিন সেন্ট জেমস পার্কে দুর্দান্ত লড়াই দেখা গেল। ২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। তবে কিছুক্ষণের মধ্যেই ম্যাচের দখল নেয় নিউক্যাসল। ৩৫ মিনিটে সমতা ফেরান আলেকজান্ডার আইজ্যাক। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্টনি গর্ডন। প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়েছিল নিউক্যাসল। ৭৪ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কেভিন ডে ব্রুইন। এরপর সংযোজিত সময়ে জয়সূচক গোল করেন অস্কার বব। এই জয়ের ফলে ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল ম্যান সিটি। ২১ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল।
চোট সারিয়ে মাঠে ফিরেই অসাধারণ পারফরম্যান্স ডি ব্রুইনের
নিউক্যাসলের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের পর ডি ব্রুইন বলেছেন, ‘পাগলের মতো অনুভূতি হচ্ছে। আমি এতদিন এটার অভাবই অনুভব করেছি। আমি মনের জোরেই মাঠে ফিরে এই পারফরম্যান্স দেখাতে পেরেছি। আমি এই মুহূর্তে ৯০ মিনিট খেলতে পারব না। আমি ২০-২৫ মিনিট ধরে পুরোদমে খেলতে পারব। আমরা ফের লিগ জয়ের জন্য লড়াই করতে তৈরি। আমি মাঠে ফিরে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি।’
ফুলহ্যামকে হারাল চেলসি
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ফুলহ্যামকে ১-০ হারিয়ে দিল চেলসি। প্রথমার্ধের সংযোজিত সময়ে একমাত্র গোল করেন কোল পামার। এই জয়ের ফলে ২১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে উঠে এল চেলসি। অন্যদিকে, ২১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে থাকল ফুলহ্যাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
AFC Asian Cup: ডোবালেন গুরপ্রীত সিং সান্ধু, এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের
East Bengal: শ্রীনিধি ডেকান শক্তিশালী দল, কঠিন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল