সংক্ষিপ্ত

প্রথম একাদশের নিয়মিত বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে কলিঙ্গ সুপার কাপে খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে সবুজ-মেরুন।

জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত ৭ জন ফুটবলার। চোটের জন্য দলের বাইরে ৩ জন। ফলে নিয়মিত ১০ জন ফুটবলারকে ছাড়াই কলিঙ্গ সুপার কাপ খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপরেও ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে আই লিগের অন্যতম সেরা দল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন। রবিবার দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছেন জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা। বিদেশিহীন হায়দরাবাদকে হারিয়ে ১৯ জানুয়ারি কলকাতা ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই সবুজ-মেরুনের লক্ষ্য। শ্রীনিধি ডেকানের তুলনায় হায়দরাবাদ এফসি-র শক্তি অনেকটাই কম। ফলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন।

বিদেশিরাই সবুজ-মেরুনের ভরসা

প্রথমসারির ভারতীয় ফুটবলারদের অনুপস্থিতিতে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা বিদেশি ফুটবলাররা। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে গোল পেয়েছেন কামিংস ও সাদিকু। আইএসএল-এ পরপর ৩ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে সবুজ-মেরুন। ফলে হায়দরাবাদের বিরুদ্ধেও জয় আসবে বলেই আশা করা হচ্ছে। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিওস পেট্রাটসকে মাঝমাঠ থেকে খেলান সবুজ-মেরুনের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। অনভ্যস্ত জায়গায় মানিয়ে নিয়ে ভালো পারফরম্যান্স দেখান পেট্রাটস। দ্বিতীয় ম্যাচেও তাঁর উপর ভরসা করছে দল।

কবে আসবেন সবুজ-মেরুনের প্রধান কোচ?

হুয়ান ফেরান্দোর পরিবর্তে মোহনবাগান সুপার জায়ান্টের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চলতি মরসুমে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকা অ্যান্টনিও লোপেজ হাবাস। তবে তিনি স্পেনে গিয়েছেন। ফলে এখন মোহনবাগান সুপার জায়ান্টের কোচের দায়িত্ব সামলাচ্ছেন ক্লিফোর্ড। তবে কয়েকদিনের মধ্যেই ভুবনেশ্বরে পৌঁছে যেতে পারেন হাবাস। তাঁকে কলকাতা ডার্বির আগেই নিয়ে আসার চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। গত এক দশকে ভারতীয় ফুটবলে সবচেয়ে সফল কোচ হাবাস। সেই কারণেই ডার্বিতে রিজার্ভ বেঞ্চে তাঁকে চাইছে সবুজ-মেরুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: শ্রীনিধি ডেকান শক্তিশালী দল, কঠিন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল

AFC Asian Cup: ডোবালেন গুরপ্রীত সিং সান্ধু, এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের

AFC Asian Cup: এএফসি এশিয়ান কাপে প্রথম মহিলা রেফারি, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ইতিহাস