English Premier League: লুটন টাউনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ নম্বরেই ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে সবচেয়ে ধারাবাহিক দল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু এবার পেপ গুয়ার্দিওলার দল ধারাবাহিকতার অভাবে ভুগছে। এর ফলে পিছিয়ে পড়েছে ম্যান সিটি।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লুটন টাউনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। এই জয়ের ফলে ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরেই থেকে গেল ম্যান সিটি। ১৬ ম্যাচ খেলে মাত্র ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে লুটন টাউন। এদিনও হেরে অবনমনের আওতায় পড়ে গেল লুটন টাউন। রবিবার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চেলসিকে সহজেই ২-০ হারিয়ে দিল এভার্টন। এই জয়ের ফলে ১৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১৭ নম্বরে থাকল এভার্টন। ১৬ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে চেলসি। এদিনের অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি-কে ৫-০ উড়িয়ে দিল ফুলহ্যাম।

ম্যান সিটির লড়াই

Latest Videos

লুটন টাউনের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ম্যান সিটি। কিন্তু বাধা হয়ে দাঁড়ান লুটন টাউনের গোলকিপার টমাস কামিনস্কি। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। প্রথমার্ধের সংযোজিত সময়ে খেলার ধারার বিপরীতে গোল করে লুটন টাউনকে এগিয়ে দেন এলিজা অ্যাডেবায়ো। দ্বিতীয়ার্ধেও ম্যান সিটিকে গোল করতে বাধা দিতে থাকেন কামিনস্কি। তবে তাঁর একার পক্ষে বেশিক্ষণ গতবারের চ্যাম্পিয়নদের আটকে রাখা সম্ভব হয়নি। ৬২ মিনিটে সমতা ফেরান বার্নার্ডো সিলভা। ৩ মিনিটের মধ্যেই জয়সূচক গোল করেন জ্যাক গ্রিলিশ।

চেলসির হতশ্রী পারফরম্যান্স

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না চেলসি। রবিবার এভার্টনের বিরুদ্ধেও লড়াই দেখা গেল না। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৪ মিনিটে প্রথম গোল করে এভার্টনকে এগিয়ে দেন আবদুলায়ে ডুকুরে। ম্যাচের শেষপর্বে ব্যবধান বাড়ান লিউইস ডবিন।

ফুলহ্যামের বড় জয়

ওয়েস্টহ্যামের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখাল ফুলহ্যাম। ২২ মিনিটে প্রথম গোল করেন রাউল জিমেনেজ। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান উইলিয়ান। ৪০ মিনিটে তৃতীয় গোল করেন টসিন অ্যাডারাবিয়ো। ৬০ মিনিটে চতুর্থ গোল করেন হ্যারি উইলসন। ৮৮ মিনিটে পঞ্চম গোল করেন কার্লোস ভিনিসিয়াস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Euro 2024: প্রকাশিত ইউরো কাপের সূচি, এক গ্রুপে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি

UEFA EURO 2024 Draw: ইউরো কাপের ড্র চলাকালীন যৌনতার শব্দ! বিড়ম্বনায় আয়োজকরা, ভাইরাল ভিডিও

Manchester City: রাজি ম্যান সিটি, আগামী বছর শুরু হচ্ছে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগের শুনানি

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি