Manchester City: শেষ ম্যাচে সহজ জয়, টানা চতুর্থবার ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি

এক দশক আগে পর্যন্ত ইংল্যান্ডের সেরা দলগুলির মধ্যে অন্যতম ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু গত কয়েক বছরে ম্যান ইউয়ের পতন হয়েছে এবং ম্যাঞ্চেস্টার সিটির উত্থান হয়েছে। এবারও সেটাই দেখা গেল।

Soumya Gangully | Published : May 19, 2024 5:09 PM IST / Updated: May 19 2024, 11:44 PM IST

নির্ণায়ক ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি-কে ৩-১ উড়িয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে এভার্টন এফসি-কে ২-১ হারিয়ে রানার্স হল আর্সেনাল। উলভসকে ২-০ হারিয়ে তৃতীয় স্থান পেল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ বার চ্যাম্পিয়ন হল ম্যান সিটি। ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ মরসুমের পর এবারও চ্যাম্পিয়ন হল পেপ গুয়ার্দিওলার দল। এই নিয়ে ষষ্ঠবার ইপিএল চ্যাম্পিয়ন হলেন গুয়ার্দিওলা। ৬ বারই তিনি খেতাব জিতলেন ম্যান সিটির হয়ে। নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তিনি। সাফল্যের বিচারে গুয়ার্দিওলার ধারেকাছে নেই অন্য কোনও কোচ।

ইপিএল-এ ম্যান সিটির দাপট অব্যাহত

Latest Videos

এবারের ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য রবিবারের ম্যাচ জেতা জরুরি ছিল ম্যান সিটির। খেতাব নির্ণায়ক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন আর্লিং হ্যালান্ড, ফিল ফডেনরা। জোড়া গোল করলেন ফডেন। অপর গোলটি করেন রডরি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল করেন ফডেন। তিনিই ১৮ মিনিটে ব্যবধান বাড়ান। ৪২ মিনিটে ওয়েস্টহ্যামের হয়ে ব্যবধান কমান মহম্মদ কুদুস। এরপর ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান রডরি।

শেষ ম্যাচ জিতেও লাভ হল না আর্সেনালের

রবিবারের ম্যাচের আগে পর্যন্ত ৩৭ ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট ছিল ম্যান সিটির। ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট ছিল আর্সেনাল। ফলে রবিবার যদি ম্যান সিটি ড্র করত এবং আর্সেনাল জয় পেত, তাহলে আর্সেনালই চ্যাম্পিয়ন হত। তবে কোনও সুযোগ দিল না ম্যান সিটি। এভার্টনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় পেল আর্সেনাল। তবে এই জয়ে কোনও লাভ হল না। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ০-৫ হেরে গেলেও, চতুর্থ স্থানে থাকল অ্যাস্টন ভিলা। শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ উড়িয়ে ৫ নম্বরে থাকল টটেনহ্যাম হটস্পার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sunil Chhetri: 'তোমার জন্য গর্বিত,' সুনীলকে বার্তা বিরাটের, শুভেচ্ছা নীরজ, সিন্ধুরও

Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ভারতের অন্যতম ফুটবলার সুনীল ছেত্রী-র

Kylian Mbappe: চলতি মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, ভিডিও বার্তা কিলিয়ান এমবাপের

Share this article
click me!

Latest Videos

হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M